বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

নাজিরহাট পৌর নির্বাচন মেয়র পদে আ.লীগের প্রার্থী এ.কে জাহেদ চৌধুরী নির্বাচিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

রফিকুল আলম :

কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৯টি ওয়ার্ডের ২২টি কেন্দ্রে ১৩১ বুথে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করা হয়। এতে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এ.কে জাহেদ চৌধুরী ৯ হাজার ৮শত ২২ ভোট বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী আনোয়ার পাশা ( মোবাইল প্রতিক) ৭ হাজার ২ শত ১৯ ভোট এবং নাসির উদ্দিন চৌধুরী ( নারিকেল গাছ প্রতিক) ৫ হাজার ৫ শত ৯২ ভোট পেয়েছেন।

কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন, ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর গাজী আমান উল্লাহ, ৩নং ওয়ার্ডে ওসমান গণি, ৪নং ওয়ার্ডে মুহাম্মদ শাহজাহান, ৫নং ওয়ার্ডে মোস্তফা কামাল, ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মাওলানা মুহাম্মদ ইয়াকুব, ৭নং ওয়ার্ডে মাওলানা মন্জুর মিয়া, ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর

মোহাম্মদ আলী, ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মুহাম্মদ সোলেমান, ১,২,৩ নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ছলিমা আকতার শিউলি, ৪,৫,৬ নং ওয়ার্ডে রহিমা বেগম ও ৭,৮,৯ নং ওয়ার্ডে হাসিনা মমতাজ বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।