শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

নারীর ও শিশুর প্রতি নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধে সুশীল সমাজের সংস্থার সাথে ব্র্যাকের মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ অক্টোবর, ২০২০

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির অায়োজনে ”নারী ও শিশুর প্রতি নির্যাতন এবং যৌন হয়রানি প্রতিরোধে সুশিল সমাজ ও সেবা প্রদানকারী সংস্থার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ ২১ (অক্টোবর) বুধবার সকালে কক্সবাজার জেলার সিকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে ব্র্যাক জেলা সমন্বয়কারী অজিত কুমার নন্দী’র সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর কক্সবাজার জেলার উপ-পরিচালক সুব্রত বিশ্বাস। ব্র্যাক কক্সবাজার জেলার সিনিয়র জেলা ব্যবস্থাপক মো.সাইদুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন সাব-ইনস্পেক্টর শ্যামল তর্নচংগ্যা, পাওয়ার পয়েন্ট উপস্থাপন মো.তরিকুল ইসলাম, সহকারী শিক্ষক মো.রাফুল আমিন। নারী ও শিশুর প্রতি নির্যাতন এবং যৌন হয়রানি প্রতিরোধে সব চেয়ে বড় ভূমিকা রাখতে পারে সুশিল সমাজ ও সেবা প্রদানকারী সংস্থাগুলো। পরিসংখ্যান অনুযায়ী দেখা যায়, নারী ও শিশুরা প্রতিনিয়তে ঘরে ও বাইরে নির্যাতনের শিকার হচ্ছে। এই সকল নির্যাতিত নারীরা অনেক সময় কোন ধরণের প্রতিবাদ না করে আত্মহত্যার পথও বেছে নেয়। এ ধরনের নির্যাতন প্রতিরোধের জন্য ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সাথে সুশিল সমাজ ও সেবা প্রদানকারী সংস্থার সাথে সহযোগিতা করার লক্ষে এই মতবিনিময় সভার আয়োজন। ব্র্যাক বর্তমানে ডিজিটাল এ সময়ে এ্যাপসের মাধ্যমে দ্রুত সাড়া প্রদানের জন্য হেল্প লাইন সমূহ উল্লেখ পূর্বক তথ্য প্রযুক্তি ভিত্তিক সচেতনতা বৃদ্ধি করা, নারী ও শিশুর প্রতি নির্যাতন এবং যৌন হয়রানি প্রতিরোধে সরকারি ও বেসরকারি সেবাপ্রদানকারী সংস্থাসমূহের মধ্যে লিংকেজ ও সমন্বয় কার্যক্রমকে শক্তিশালী করাসহ সহিংসতার শিকার ভুক্তভোগীকে স্বাস্থ্য ও আইনী সহায়তা ও মনোসামাজিক সেবা প্রাপ্তি প্রবেশগম্যতা বৃদ্ধি করার লক্ষে কাজ করে যাচ্ছে। পরে সমসাময়িক গড়
বিষয় নিয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা মূলক চিত্র প্রদর্শন করা হয়।