মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ৬ই জিলকদ, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

পটিয়ায় কিচেন মার্কেটসহ ৩টি সড়ক উদ্বোধন করলেন হুইপ সামশুল হক

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

গোলাম কাদের, পটিয়া :

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বিগত ১২ বছর ধরে ক্ষমতার ধারাবাহিকতার পৌরসভার কিচেন মার্কেট নির্মাণসহ রাস্তাঘাট, ড্রেন, সড়কবাতি, কালভার্টসহ কোটি কোটি টাকার উন্নয়ন হয়েছে। যা বিগত বিএনপি সরকারের আমলে এ সকল উন্নয়ন কল্পনাও করতে পারেনি। শেখ হাসিনার সরকার উন্নয়ন বান্ধব সরকার, এ সরকার জ্বালাও পোড়াও রাজনীতিতে বিশ্বাস করে না। বিগত সময়ে খালেদা জিয়ার নেতৃত্বে তারা জ্বালাও পোড়াও ও মানুষ হত্যার রাজনীতি করে জন বিচ্ছিন্ন হয়েছিল।

এখন তারা আবার ঢাকায় বাসে আগুন দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করছে। যা জনগনকে শক্তহাতে প্রতিহত করতে হবে। তার ধারাবাহিকতা রক্ষায় আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে। তিনি শনিবার সকালের পটিয়া পৌরসভায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত মাল্টিপারপাস কিচেন মার্কেট, রামকৃষ্ণ মিশন সড়ক, বীরমুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমদ সড়ক ও রেলস্টেশন রোর্ড সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।

পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, প্রবীণ আ’লীগ নেতা মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমদ, উপজেলা আ’লীগ সভাপতি আকম সামশুজ্জমান চৌধুরী, ইউএনও ফয়সাল আহমেদ, সহকারি কমিশনার ভূমি ইনামূল হাছান। পৌর কাউন্সিলর গোফরান রানা’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আমম টিপু সুলতান চৌধুরী, উপজেলা আ’লীগ সহ-সভাপতি আবদুল খালেক, আইয়ুব বাবুল, পৌরসভা আ’লীগ সভাপতি আলমগীর আলম, সাধারন সম্পাদক এমএনএ নাছির, যুগ্ন সম্পাদক সরোয়ার হায়দার, কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম, আবদুল মান্নান, রূপক কুমার সেন, কামাল উদ্দিন বেলাল, খোরশেদ গনি, আবু ছৈয়দ,

শফিউল আলম, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, ফেরদৌস আকতার, ইয়াছমিন আকতার চৌধুরী, পৌরসভার সচিব নেজামুল হক, প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার, আ’লীগ নেতা নাছির উদ্দিন পদ্মা, শহিদুল ইসলাম চৌধুরী, আলমগীর খালেদ, হাবিবুল হক চৌধুরী, মুজিবুর হক চৌধুরী নবাব, সাইফুল¬াহ পলাশ, সরোয়ার কামাল রাজীব, গিয়াস উদ্দিন আজাদ, মনজরুল আলম, আসাদুজ্জমান তানিম, মাহবুবুর আলম, সানজিব দাশ, গাফফারুল বশর মনু, যুবলীগ নেতা আমান উল্লাহ আমিরী, জহিরুল হক তালুকদার, নজরুল ইসলাম, গোলাম কাদের, ছাত্রলীগ নেতা তারেকুর রহমান, নাজমূল, শাকিল, আরাফাত ।