1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:৩৪ অপরাহ্ন

পটিয়ায় গণপরিবহন শ্রমিকদের ত্রান দিলেন ডিআইজি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৭৫৯ Time View

১২.৫.২০২০ইং.৫:২০পিএম
পটিয়া প্রতিনিধি: গণপরিবহন শ্রমিকদের ত্রান দিয়েছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক পিবিএম (বার), পিপিএম। মঙ্গলবার দুপুরে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ৩৫০জন শ্রমিকের মাঝে ত্রানসামগ্রী প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পুলিশ সুপার মো. রশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল, পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন, পটিয়া থানার ওসি (তদন্ত) মো. মিনহাজ, সেকেন্ড অফিসার মোঃ খালেদ, পরিবহন শ্রমিক নেতা মো. ইয়াছিন, মোহাম্মদ আলী। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, দুযোর্গকালীন এসময় মানুষের জীবন ও জীবিকা দুইটি গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময় দেশের ক্রান্তিকালে গণপরিবহন শ্রমিকরা তাদের জীবন বাজি রেখে সরকারকে সহযোগিতা করেছে। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এই ভাইরাস সংক্রমন থেকে রক্ষা পেতে সকলকে সচেতন হতে হবে। প্রত্যেক শ্রমিককে সামাজিক সচেতনতা, দূরত্ব এবং স্বাস্থ্য বিধি মেনে কাজ করতে হবে। মালিক শ্রমিক কল্যান সমিতিকে গণপরিবহন শ্রমিকদের পাশে দাঁড়াতে আহবান জানানো হয়।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com