শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

পল্লী বিদ্যুৎ এর গহিরা এরিয়া অফিস উদ্বোধন করলেন ফজলে করিম চৌধুরী এমপি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

প্রদীপ শীল, রাউজানঃ

রাউজানের গহিরায় চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এরিয়া অফিস উদ্বোধন করা হয়েছে। আজ ৩০ জুলাই বৃহস্পতিবার ১১টায় টেলি কনফারেন্সের মাধ্যমে এরিয়া অফিসের উদ্বোধন করেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী ।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মোল্লা আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী মোহাম্মদ ইকবাল, ইরফান আহম্মদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক পৌর প্যানেল বশির উদ্দিন খান, উপজেলা যুবলীগের সভাপতি প্যানেল মেয়র-২ জমির উদ্দিন পারভেজ, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী,

পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি তছলিম উদ্দিন, পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী ডিজিএম কারিগরী মোহাম্মদ শাহা আলম, এজিএম আদনাম চৌধুরী, এরিয়া অফিসের ইনর্চাস জ্যাতি চাকমা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিপলু, গহিরা ব্যবসায়ী সমিতির সভাপতি মোজাম্মেল হক, সাধারন সম্পাদক কেএম আবদুল মতিন প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি ছিল শতভাগ বিদ্যুৎ পাবে জনগন।

সেই প্রতিশ্রুতির আলোকে রাউজানের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এছাড়া গ্রাহক সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। গহিরা এলাকায় নতুন এরিয়া অফিস তারই অংশ।