শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

পারকি সৈকতে নষ্ট মাল্টার সমাহার, পরিবেশ রক্ষায় অপসারণ করল উপজেলা প্রশাসন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৮ জুন, ২০২১

আরমান হোসেন,আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় পারকি সৈকতের প্রায় আধাঁ কিলোমিটার জুড়ে পড়ে ছিল নষ্ট মাল্টা।ধারণা করা হচ্ছে রাতের আধারে কোন ব্যবসায়ী নষ্ট মালটা সৈকতে পেলে গেছে। পঁচা ও নষ্ট মাল্টার কারণে পরিবেশ দূষণ রোধে মাল্টাগুলো উপজেলা প্রশাসনের উদ্যােগে অপসারণ করা হয়েছে।

বুধবার (১৬-জুন) সকাল থেকেই পারকি বীচে ছড়িয়ে ছিটিয়ে দেখা যায় এসব মালটা। এসব মালটায় যেন পারকির পরিবেশ নষ্ট না হয় তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে গর্ত করে তা পুঁতে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৭-জুন) উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদের নেতৃত্বে বিকেল ৪টার দিকে পারকী বীচে গর্ত করে এসব মালটা পুতে ফেলা হয়।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ বলেন,পারকী সৈকতে ফেলে যাওয়া মেয়াদোত্তীর্ণ মাল্টার কারণে পরিবেশের যাতে ক্ষতি না হয় সেজন্য গর্ত করে এসব মাটি চাপা দেয়া হয়েছে।
কারা মালটা ফেলে গেছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখনো এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানায় রাতে ট্রাকে করে এনে এসব মালটা ফেলে রেখে গেছে। পুলিশকে বিষয়টি তদন্ত করার জন্য বলা হয়েছে।