শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

পৌরসভার ৬নং ওয়ার্ডে ভি.জি.এফ চাউল বিতরণ করলেন জমির পারভেজ ও এড.সমীর

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

প্রদীপ শীল, রাউজানঃ
রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত ও এবিএম ফজলে করিম চৌধুরী এমপি পক্ষে ভি.জি.এফ চাউল বিতরণ করা হয়েছে। আজ ৩১ জুলাই শুক্রবার এই চাউল বিতরণ করা হয় রাউজান সার্বজনীন রাস বিহারী ধাম মাঠে। রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্তের ব্যবস্থাপনায় চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। এসময় উপস্থিত ছিলেন
শিক্ষক অনুপম দাশ গুপ্ত, সাবেক ছাত্রনেতা উজ্জ্বল দাশ গুপ্ত, আওয়ামীলীগ নেতা গোলাম মওলা, যুবলীগ নেতা উজ্জ্বল কান্তি দাশ, সংগঠক সাগর দাশ, অনিক দাশ গুপ্ত সহ আরো অনেকেই।কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত বলেন, কোরবানি ঈদকে সামনে রেখে ৬০০ পরিবারে ভি.জি.এফ চাউল বিতরণ করা হয়েছে। এর আগে ৬নং ওয়ার্ডে করোনা প্রাদুর্ভাবে কর্মহীন চার হাজার পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। প্রধান অতিথি রাউজান উপজেলা যুবলীগের সভাপতি প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী করোনা প্রাদুর্ভাব শুরু থেকে মানুষের জন্য বিভিন্ন ভাবে খাদ্য সহায়তা বরাদ্দ অব্যাহত রেখেছেন। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে ভি.জি.এফ কার্ডের মাধ্য চাউল বিতরণের নির্দেশ দিয়েছেন। এছাড়া রাউজানের সাংসদ ও সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরীর ব্যবস্থাপনায় ৭০ হাজার পরিবারে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।