বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

ফটিকছড়িতে এলজিএসপি-৩ এর আওতায় ইউনিয়ন পরিষদে কম্পিউটার সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ জানুয়ারি, ২০২১

রফিকুল আলম

এলজিএসপি-৩ এর আওতায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দকৃত কম্পিউটার সামগ্রী বিতরণ অনুষ্ঠান উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা শহীদ জহরুল হক হল রুমে ৫ জানুয়ারী অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হােসাইন মােঃ আবু তৈয়ব। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্টিত কম্পিউটার সামগ্রী বিতরণ অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জিসান বিন মাজেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা।উক্ত অনুষ্টানে উপজেলাধীন সকল ইউনিয়ন পরিষদ সচিববৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্টানে প্রধান অতিথি হোসাইন মোঃ আবু তৈয়ব বলেন,প্রধান মন্ত্রী শেখ হাসিনা এ দেশকে উন্নত বিশ্বের মতো গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

ডিজিটাল বাংলাদেশ গড়তে কম্পিউটার শিক্ষা ও ব্যবহার কর্মজীবনের এখন একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সকল সরকারী- বেসরকারী দপ্তরে কম্পিউটারে সকল তথ্য রাখা ও যে কোন তথ্য বের করা সহজ হয়েছে। ইউনিয়ন পরিষদের কম্পিউটারে স্ব স্ব ইউনিয়নের যাবতীয় তথ্য সংরক্ষন করলে সকলে উপকৃত হবে।