শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

ফটিকছড়িতে হালদা নদী হতে বালু উত্তোলনের দায়ে ৪ জনের বিনাশ্রম কারাদণ্ড

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ফটিকছড়ি প্রতিনিধি :

ফটিকছড়ি উপজেলায়  হালদা নদী হতে অবৈধ ভাবে নৌকা দিয়ে বালু উত্তোলন করার দায়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ১৯ এপ্রিল শুক্রবার সকালে এ কারাদণ্ড দেয়।

জানা যায়, উপজেলার নাজিরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের মতি ভান্ডার এলাকায় হালদা নদী থেকে নৌকায় বালু উত্তোলন করার সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট স্থানীয় কাউন্সিলর ও জনগণের সহযোগিতায় ফটিকছড়ি থানা পুলিশ তাৎক্ষণিকভাবে আব্দুল জব্বার, পিতা-শহীদ হালদার, মোহাম্মদ অলিউল্লাহ, পিতা-জয়নাল আবেদীন, মোহাম্মদ খোকন, পিতা- মোহাম্মদ আমির হোসেন ও আব্দুল মতিন পিতা- ক্বারি আবু জাফরকে আটক করে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন এ মোবাইল কোর্ট প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।