শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

ফটিকছড়িতে ৪ গরু চোর গ্রেফতার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

রফিকুল আলম :

ফটিকছড়ি থানা পুলিশ ৪ জন গরু চোরকে গ্রেপ্তার করেছে । গত ১৩ নভেম্বর দিবাগতে রাতে উপজেলার রোসাংগিরি এলাকা হতে থানার ওসি (তদন্ত) আরিফুর রহমান ও এস আই আজমগীর সহ সঙ্গীয় ফোর্স সিসিটিভি ফুটেজ ও মামলার প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করে। জানা যায়, গত ১৩ নভেম্বর নাজিরহাট পৌরসভার দক্ষিণ দৌলতপুরের জনৈক আলী আকবর নামের এক ব্যক্তি ৬ জনের নামে থানায় গরু চুরির দায়ে মামলা নং-৭১১)২০২২ ইং মামলা করেন।

সে মালমার প্রেক্ষিতে ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার পর থানা পুলিশ উত্তর রোসাংগিরি এলাকার এক ব্যক্তির সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তরা গরু চুরি করে নিয়ে যেতে দেখে চোরদের সনাক্ত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন নাজিরহাট পৌরসভার আজিমনগর গ্রামের মো.ইউনুসের ছেলে হাসান (৪০), রোসাংগিরি মনছফ বাড়ির মো.তৈয়বের ছেলে জিসান (২০), একই এলাকার আব্দুর সাত্তারের ছেলে নেজাম উদ্দিন (৩৫), মৃত মনু সওদাগরের ছেলে বাদল (৪০)। এছাড়া পলাতক রয়েছে আজিমনগর গ্রামের আবুল হোসেনের ছেলে বোরহান (২৫) ও মান্নানের ছেলে ফোরকান (২৫)।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন- গরু চুরির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রামাঞ্চলে গরু চুরি সহ অপরাধ দমনে কাজ করছে পুলিশ।