সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

ফটিকছড়ি – অক্সিজেন সড়কে এসি কোচের উদ্বোধন।। জনপ্রতি ভাড়া ৮০ টাকা নির্ধারণ।।

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ মে, ২০২২

রফিকুল আলম

ফটিকছড়ির হতে চট্টগ্রাম শহরে যাতায়তকারী যাত্রীদের নিরাপত্তা ও স্বস্তিতে নির্ভয়ে ভ্রমণের লক্ষ্যে ফটিকছড়ি- অক্সিজেন সড়কে প্রথমবারের মতো যুক্ত হলো শীততাপ নিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস ‘চট্টলা চাকা এক্সপ্রেস’। ২৩ মে সকাল ১১ টায় উপজেলা সদর বিবিরহাট বাসস্ট্যান্ড মুক্তিযোদ্ধা চত্ত্বরে আনুষ্টানিক ভাবে উদ্বোধনে করেন, এ উপলক্ষে আয়োজিত

অনুষ্টানের প্রধান অতিথি বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। চট্টগ্রাম পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্টিত উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন , উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহারন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির রাহমান সানি

ও ফটিকছড়ি পৌর সভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন। উল্লেখ্য ২৪ মে থেকে চট্টগ্রাম ফটিকছড়ি-নাজিরহাট-খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির তত্ত্বাবধানে প্রথম পর্যায়ে ৪টি বাস চলবে এই সড়কে। মাত্র ৮০ টাকায় টিকেট কেটে যাত্রীরা একবার একদিকে যেতে পারবেন।