রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

ফটিকছড়ি- মানিকছড়ি সীমান্ত থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ ৫ পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩

ফটিকছড়ি প্রতিনিধিঃ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মানিকছড়ি সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ ৫ পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।

গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি বিগ্রেড গুইমারা কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. কামাল মামুনের নেতৃত্বে সিন্দুকছড়ি জোনের আওতাধীন বড়তলী এলাকায় জনৈক রমজান আলীর ঘর থেকে তাদের আটক করে।

উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ৩টি মর্টার সেল, ১টি একে-৪৭ রাইফেল, ১টি এমএ-১, ১টি পিস্তল, ১টি এলজি, ১টি ২২ রাইফেল৷ অস্ত্রগুলো সীমান্ত এলাকার লিবারেশন পার্টি নামে পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীর বলে ধারণা করছে পুলিশ এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি মাসুদ ইবনে আনোয়ার বলেন, গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল অস্ত্রসহ ৫ সন্ত্রাসীকে সেনা বাহিনী আটক করে থানায় সোপর্দ করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কোর্টে প্রেরণ করা হবে।