সোমবার, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ৫ই জিলকদ, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

ফটিকছড়িতে আওয়ামীলীগের দু’ গ্রুপের বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন নিয়ে ফটিকছড়ি কলেজ এলাকায় ১৪৪ ধারা জারি।। পুলিশ টহল।

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

রফিকুল আলম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালনের জন্য ফটিকছড়ি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গন ও অডিটরিয়ামে একই সময়ে আওয়ামীলীগের দু’টি সংগঠন অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি গ্রহণ করায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্খায় আজ শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফটিকছড়ি সরকারি কলেজ ও বাস ষ্টেশনের আশপাশের ২০০ গজ এলাকায় যে কোন ধরণের সভা-সমাবেশ,মিছিশ-মিটিং ও কোন অবৈধ সরঞ্জাম আনয়ন,বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
এদিকে আজ শুক্রবার সকাল থেকে অনুষ্টান স্থলের ভিতরে ও বাহিরে পুলিশ টহল ও অবস্থান করতে দেখা যায়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ আগস্ট সকাল ৬ টা থেকে পরবর্তী ঘোষনা নাদেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।