শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

ফটিকছড়িতে ব্যবসায়ীর বাড়ীতে অভিযান চালিয়ে সয়াবিন তেল জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা।

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ মে, ২০২২

রফিকুল আলম

ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ী কর্তৃক মজুদের সংখ্যা বেড়ে চলছে। এনিয়ে দেশের বিভিন্ন এলাকায় চলছে অভি
যান। অভিযানের অংশ হিসেবে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজারে এক খুচরা ব্যবসায়ীর মজুদকৃত ২ হাজার ৩ শত ২৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় ব্যবসায়ীকে অবৈধভাবে তেল মজুত করার অপরাধে ৪০ হাজার টাকা জরিমান করা হয়। গত
৭ মে গোপন সূত্রের ভিত্তিতে ব্যবসায়ী আক্তার হোসেনের বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আলমগীর।অভিযানের সময় দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনির হোসেনও সঙ্গীয় ফোর্স সাথে ছিলেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) এস এম
আলমগীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে
মজুতকৃত ২৩২৮ লিটার সয়াবিন তেল জব্দ করা
হয়।
ভোগ্যপণ্য নিয়ন্ত্রণ আইন অনুসারে ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং
মজুদকৃত তেল চব্বিশ ঘন্টার মধ্যে খোলা বাজারে বিক্রি করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।