শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

ফটিকছড়ি পৌরসভায় টিকা ক্যাম্পেইনের ১ম দিন সম্পন্ন

প্রকাশিত হয়েছে- বুধবার, ৪ আগস্ট, ২০২১

রফিকুল আলম

স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত “তৃনমূল কোভিড -১৯ টিকা ক্যাম্পেইন ”চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ৪ আগষ্ট বুধবার ফটিকছড়ি সরকারী করোনেশন আদর্শ উচ্চ বিদ্যালয়ে আনুষ্টানিক ভাবে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মহিনুল হাসান। পৌর মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী, ফটিকছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এড. সালামতউল্লাহ চৌধুরী শাহীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাবিল চৌধুরী , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জয়নাল আবেদীন মুহুরী, ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন ও বণিক সমিতির সভাপতি এস এম সোলায়মান।
ক্যাম্পেইনের ৬ টি লাইনে টিকা নিতে আসা ২৫ বছর থেকে শতবর্ষী নানা শ্রেণীর ও নানা পেশার মানুষদের সার্বিক সহযোগিতা করেন, উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা, পৌরসভার সকল কাউন্সিলর,কর্মকর্তা ও কর্মচারি,বাংলাদেশ গাউছিয়া কমিটি পৌরসভা শাখা, স্বেচ্ছাসেবক, মোবাইল ব্যাংকিং, বিবিরহাট বাজার বনিক কল্যান সমিতি, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা। ক্যাম্পেইনে ১ হাজার ৮ শত জন টিকা গ্রহন করেন। আগামী ৭ আগষ্ট হতে পৌরসভার বিভিন্ন স্থানের কেন্দ্র গুলোতে সপ্তাহে ৩ দিন করে টিকাদান কার্যক্রম চলমান থাকবে।