শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টু্র্নামেন্ট ফাইনালে জেললা পর্যায়ে খেলার গৌরব অর্জন রাউজান পৌরসভা-২ টিমের

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩১ মে, ২০২১

প্রদীপ শীল, রাউজানঃ
রাউজানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টু্র্নামেন্ট অনূর্ধ্ব -১৭ বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টু্র্নামেন্ট অনূর্ধ্ব -১৭ বালিকা ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩১ মে রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত এই খেলায় প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গনি রানার সঞ্চালনায় খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, সহকারী কমিশনার ভূমি অতীশ দশী চাকমা, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুণ, আওয়ামীলীগ নেতা কাউন্সিলর আলহাজ্ব বশির উদ্দিন খান, রাউজান উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, এডভোকেট দিলীপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বিএম জসিম উদ্দিন হিরু, নুরুল আবছার বাঁশি, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই- জাহান প্রমুখ। প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এই খেলায় অংশ নেন রাউজান পৌরসভা-১ ও রাউজান পৌরসভা-২। খেলায় ০-১ গোলে রাউজান পৌরসভা-১ কে পরাজিত করে রাউজান পৌরসভা-২ জেলা পর্যায়ে খেলার শিরোপা অর্জন করেন। হাজার দর্শকবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত খেলায় বিজয়ী দলকে ১০ হাজার টাকা ও রানা আপ দলকে ৫ হাজার টাকার নগদ পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান বাবুল। এছাড়া উপজেলা পরিষদ থেকে ট্রপি ও পদক তুলে দেন অতিথিরা। খেলায় ডাঃ হারাধন বিকাশ দের নেতৃত্বে একটি মেডিকেল ঠিম কাজ করেন।