1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ০-১ গোলে চিকদাইর চ্যাম্পিয়ন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ১২১ Time View

প্রদীপ শীল, রাউজানঃ

রাউজানে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টর অনুর্ধ ১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২২ মে রবিবার বিকালে রাউজান সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

উপজেলা নির্বার্হী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান উডপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার ভূমি অতীশ দশী চাকমা, উপজেলা আওয়ামীগৈর সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ,রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুণ, আওয়ামীলীগ নেতা বশির উদ্দিন খান, চিকদাইর ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, আবদুর রহমান, সৈয়দ আবদুর জব্বার সোহেল, বিএম জসিম উদ্দিন হিরু, রবিন্দ্র লাল চৌধুরী, যুবলীগ নেতা সুমন দে, তপন দে প্রমুখ। খেলায় চিকদাইর ইউনিয়ন ও পূর্বগুজরা ইউনিয়নের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াইয়ে ০-১ গোলে পূর্বগুজরা ইউনিয়নকে পরাজিত করে চিকদাইর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।

খোলায় সেরা গোলদাতা হন নির্বাচিত হন বিজয়ী দলের মো. মারুফ। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মো. নাঈম। টুর্ণামেন্ট সেরা নির্বাচিত হন বাগোয়ান ইউনিয়নে মো. বাদশা। খেলা পরিচালনা করেন মো. সেলিম উদ্দিন ও আরমান শান্ত। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গণি রানা।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com