বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ফটিকছড়ি পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

রফিকুল আলম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফটিকছড়ি উপজেলা ইভেন্টের ফাইনাল খেলা গত ২৫ মে বুধবার বিকেলে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে ট্রাইবেকারে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন ফটিকছড়ি পৌরসভা একাদশ। খেলা গোল শূণ্য ভাবে ড্র হলে পরে ট্রাইবেকারে ফটিকছড়ি পৌরসভা একাদশ ৫-৪ গোলে ধর্মপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করেন।

তার আগে বিকাল ৪টায় ফাইনাল খেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির রাহমান সানি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ফটিকছড়ি পৌর মেয়র মোঃ ইসমাইল

হোসেন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার, ধর্মপুর ইউপি চেয়ারম্যান কাজী মাহমুদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমদ সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সফিউল্লাহ, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক মুন্সী, হাবিবুল ইসলাম, কোষাধ্যক্ষ ইফতিখার উদ্দিন লাভলু, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম,

সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, মোহাম্মদ শাহজাহান চৌধুরী (সাজ্জাদ), উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান রূপু প্রমূখ। খেলা শেষে উপজেলা চ্যাম্পিয়ন ফটিকছড়ি পৌরসভা একাদশ এবং রানার্সআপ ধর্মপুর ইউনিয়ন একাদশকে বিজয়-বিজিত ট্রফি তুলে দেন।