শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

বাঁশখালীতে হিন্দুদের পূজা ঘরে পায়খানার মল ছুঁড়ে মারলো হিন্দু ধর্মের লোকজন

প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ জুন, ২০২০

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পুর্ব চাম্বল নাথ পাড়ায় বিমল কান্তি নাথের বাড়িতে পায়খানা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গত ২৪ মে দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাঁশখালী থানায় গত শুক্রবার (৫ জুন) জিডি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হিন্দুদের পূজা কিংবা ধর্মীয় আসন ঘরে একই এলাকার দুর্বৃত্তরা এই জঘন্যতম ঘটনাটি ঘটিয়েছে। গভীর রাতে টিনের ফাঁকা দিয়ে কে বা কারা কালো পিলিথিন মোড়ানো এই পায়খানা গুলো নিক্ষেপ করলে ধর্মীয় আসন ছিঁটকে পড়ে। ভুক্তভোগী নিজেই সন্দেহ করতেছেন তাদের হিন্দু ধর্মীয় আশেপাশের কিছু শত্রুকে। তারাই এ ধরনের ঘটনা ঘটাতে পারে। ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী খুকি বালা দেবী বলেন, গভীর রাতে কালো পলিথিন দিয়ে মোড়ানো টিনের ফাঁক দিয়ে পায়খানা ছুঁড়ে মেরে চলে যায়। এই পায়খানা গুলো আমাদের ধর্মীয় আসনে এবং আমাদের ধর্মীয় নানা ছবিতে পড়ে। পরে পুরো আসনটি ফেলে দেয়া হয়েছে। তিনি আরো বলেন,”এই ধরনের কাজটি আমাদের ধর্মালম্বী শত্রুরা করেছে বলে আমার মনে হয়। কারণ আমাদের প্রতিবেশী লোকজনের সাথে দীর্ঘদিনের জায়গা জমির বিরোধ চলছে।” উক্ত ঘটনা তদন্ত করে বাঁশখালী থানার এএসআই আক্তার হোসেন বলেন, চাম্বল ইউনিয়নে ধর্মীয় আসনে পায়খানা নিক্ষেপের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। আমরা এ ঘটনার তদন্ত করেছি। এখানে কালো পিলিথিন দিয়ে মুড়িয়ে টিনের ফাঁক দিয়ে পায়খানা নিক্ষেপ করা হয়েছে। এটা যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।