শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

ভাসমান মানুষের মুখে খাবার তুলে দিলো চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৫ জুন, ২০২০

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৩৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভাসমান মানুষের মুখে খাবার তুলে দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল। শুক্রবার (৫ মে) ৩য় কর্মসূচি জুমা হযরত মিসকিন শাহ্ (রহ:) মাজার এর সামনে, হযরত শাহ্ আমানত (রহ.) মাজার এর সামনে, হযরত গরীব উল্লাহ শাহ্ মাজার এর সামনে ও বদনা শাহ্ (রহ.) মাজার এর সামনে ভাসমান গরীব অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণে অংশগ্রহণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শহীদুল আলম শহীদ, সাধারণ সম্পাদক মোঃ মহসিন, জেলা ছাত্রদল নেতা আবদুস সবুর, নাঈমুল আলম, নিজাম উদ্দিন সহ প্রমুখ।

শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা ও দোয়া মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ৩০ মে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে রাঙ্গুনিয়াস্থ শহীদ জিয়ার মাজার জেয়ারত, ৩১ মে ষোলশহর ২নং গেইটস্থ শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। এছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন উপজেলা পৌরসভা ও কলেজ সমূহ শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামান করে দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন। সপ্তাহ ব্যাপী কর্মসূচির আজ সমাপনী দিনে গরীব অসহায় মানুষের মাঝে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে খাবার বিতরণ করা হয়।