সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

মানবিক সংগঠন এ্যালামনাই-৯৪ চট্টগ্রামের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী, মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩

প্রদীপ শীল রাউজানঃ
১৯৯৪ সালের এসএসসি ব্যাচের প্লাটফর্ম এবং মানবিক সংগঠন এ্যালামনাই ৯৪ চট্টগ্রাম এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও মেজবান অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর নেভী কনভেনশন হলে দিনব্যাপী নানা আয়োজনে তিন বছর পালন করলো সংগঠনটি। এ অনুষ্ঠানে সারাদেশের ১৯৯৪ সালের এসএসসির প্রায় দেড় হাজার প্রাক্তন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশ করেন প্রাক্তন শিক্ষার্থীরা। এরপর এডমিন প্যানেল পরিচয়, থিম সং, টপকন্ট্রিবিউটর বন্ধুদের মাঝে শুভেচ্ছা স্মারক, জেলা ও উপজেলা ভিত্তিক ফটোসেশন। ভিতরে ও বাহিরে পুরানো দিনের বিভিন্ন কার্টওয়াড দিয়ে ৯৪ বন্ধুদের নিয়ে একটি মিলনমেলা রূপ নেয়। অদৃশ্য বন্ধনে প্রানের টানে স্কুলের বন্ধুরা অনুষ্ঠানে একাকার হয়ে যায়। তারা মঞ্চে উঠে স্কুল জীবনের স্মৃতি চারণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩য় প্রতিষ্ঠা বাষির্কী ও মেজবান-২০২৩ এর আহবায়ক ফরহাদ গণি নয়ন, সদস্য সচিব রোটারিয়ান শাহীন আহম্মেদ চৌধুরী, সাংবাদিক বন্ধু প্রদীপ শীল, সাজু পালিত, টিটন দাশ গুপ্ত সহ অনেকেই। দ্বিতীয় পর্বে ছিল সংগীত সন্ধ্যা। ঢাকা থেকে আগত শিল্পী কর্ণিয়া, জুয়েল ও চট্টগ্রামের জনপ্রিয় কন্ঠ শিল্পী পলি শারমিন, অবন্তী, তুষার। গানের অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শারমিন সুমি এবং তাবেদুন নবী শলক।