1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শনিবার, ১৮ মে ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন

মুমুর্ষ করোনা রোগীদের জন্য ইউনাইটেড ইয়ূথ ক্লাব কে প্রবাসী শাহেদ শাহর পক্ষ থেকে অক্সিজেন প্রদান

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ১৬৪ Time View

বর্তমানে আমাদের মাঝে সত্যের চেয়ে ভুল ধারণা বেশি কাজ করে থাকে। তার উৎকৃষ্ট উদাহরণ। প্রায় ৪ মাস যাবত করোনা রোগে আক্রান্ত মৃত ব্যক্তির লাশ দাফনের সাথে সংশ্লিষ্ট কেউ আক্রান্ত হয়েছে বলে কোথাও কোন খবর আসেনি এবং গোসল, দাফন ও কাপনের সাথে জড়িত স্বেচ্ছাসেবকদের কেউ এখনো পর্যন্ত আক্রান্ত হয়নি। সমাজে অনেক মানুষ রয়েছে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী ব্যক্তিকে এলাকায় জানাযা, কবর পর্যন্ত দিতে বারং করে, কতটা ভুল ধারণা পোষণ করছে মানুষ। অথচ সঠিকটা জানার তাগিদও নেই। মনে রাখা দরকার একদিন আপনি আমাকে মরতে হবে।

সুতরাং যারা করোনায় আক্রান্ত লাশ নিয়ে এখনো অন্ধকারে আছেন তারা সঠিক বিষয়টি জানুন, নিজের আত্মীয়-স্বজনের দাফন-কাফনে এগিয়ে আসনু। গত ৩ জুলাই শুক্রবার চন্দনাইশ উত্তর হাশিমপুর সৈয়দাবাদ ইউনাইটেড ইয়ূথ ক্লাবের পক্ষ থেকে মুমুর্ষ করোনা রোগীদের জন্য অক্সিজেন সরবরাহ কর্মসূচি উদ্বোধনকালে মোজাহের পাড়া আলোকিত সংগঠনের উপদেষ্টা সমাজ সেবক মোঃ শাহেদ শাহ্ উপরোক্ত কথা মন্তব্য করেন।

ইউনাইটেড ক্লাবের সভাপতি মোস্তফা কায়সার চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ হোসেন চৌধুরীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোজাহেরপাড়া আলোকিত সংগঠনের যুগ্ম সম্পাদক মামুনুর রহমান, ক্লাবের সাংগঠনিক সম্পাদক এস.আই. বাবু, অর্থ সম্পাদক সাজ্জাদ চৌধুরী, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন মুরাদ, সদস্য সিফাত, রিজা প্রমুখ।

অক্সিজেন ও সরঞ্জাম প্রদানকারী প্রবাসী মোঃ শাহেদ শাহ’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন ক্লাবের কর্মকর্তাবৃন্দ।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com