শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

রাউজানে ইয়াবাসহ একজনকে পুলিশে দিলেন পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ মার্চ, ২০২১

প্রদীপ শীল, রাউজানঃ
রাউজানে ইয়াবাসহ একজনকে পুলিশে হাতে তুলে দিলেন রাউজান পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী। ২৮ মার্চ রবিবার সকালে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম রাউজান চারাবটতল এলাকা থেকে মাদক ব্যবসায়ী সুজন (২৫) কে আটক করেন এই কাউন্সিলর। এসময় মাদক ব্যবসায়ী সুজনের কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।জানা যায়, ইয়াবা ট্যাবলয়েট সহ মাদক ব্যবসায়ী সুজনকে আটক করার পর পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী তাকে রাউজান থানা পুলিশের কাছে সোর্পদ করেন। এ প্রসঙ্গে কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী বলেন, মাদক ব্যবসায়ী সুজন চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক দিয়ে সিএনজি অটোরিক্সা যোগে রাউজান উপজেলা সদরে আসার পথে তাকে আটক করে তার মাথায় থাকা টুপির ভেতর ও কোমরের প্যান্টের বেলের ভেতর থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধর করা হয়। ইয়াবা সহ আটক ইয়াবা ব্যবসায়ী সুজন রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ঢালারমুখ এলাকার মোঃ সেলিমের পুত্র। এ ব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন বলেন, ইয়াবা সহ আটক মাদক ব্যবসায়ী সুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে ।