শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

রাউজানে চালক ও যাত্রীবেশে ছিনতাইকারী লুটে নিল এক নারীর স্বর্ণালংকার, টাকা ও মোবাইল

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ মার্চ, ২০২৩

প্রদীপ শীল, রাউজান :
রাউজানে শেফালী সরকার (৫৫) নামে এক নারীর স্বর্ণালংকার, টাকা ও মোবাইল লুটে নিয়েছে সিএনজি চালিত অটোরিকশা চালক ও যাত্রীবেশে ছিনতাইকারী। গতকাল রবিবার (১২ মার্চ) রাউজান জলিল নগর যাওয়ার জন্য নাতনীকে নিয়ে নোয়াপাড়া সেকশন-২ সড়কের পূর্বগুজরা ইউনিয়নের উত্তর গুজরা নুনা পুকুর পাড় এলাকা থেকে সিএনজি চালিত অটোরিকশায় উঠেন ওই নারী। চালকসহ যাত্রীবেশে তিনজন ছিনতাইকারী ভয়-ভীতি প্রদর্শন করে একটি স্বর্ণের চেইন, একটি আংটি, মোবাইল সেট, ১০ কেজি মাছ, কাঁচা সবজি ছিনিয়ে নিয়ে হাফেজ বজলুর রহমান সড়কের ঢেউয়া হাজীপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নামিয়ে দ্রুত পালিয়ে যান। জানা যায়, রাউজান পূর্বগুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের নুনা পুকুর পাড় এলাকার মৃত সুশান্ত মোহন সরকারের স্ত্রী শেফালী তার তনুশ্রী নামে ৮বছর বয়সী নাতনিকে নিয়ে রাউজান সদরে বড়পুত্র রাকেশ সরকারের বাসায় যাওয়ার পথে তিনি ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইয়ের শিকার শেফালী সরকার বলেন, আমার ছেলের বাসায় যাওয়ার জন্য নুনা পুকুর পাড় এলাকা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় উঠি। সেখানে আরও দুইযাত্রী ছিলেন। কিছুদুর আসার পর আমার নাতনীকে নিয়ে যাওয়ার ভয়-ভীতি প্রদর্শন করে নগদ টাকা, স্বর্ণালংকার, মাছ ও সবজিগুলো নিয়ে আমাদের নামিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। এই প্রসঙ্গে রাউজান থানার ডিউটি অফিসারের নম্বরে ফোন করা হলে নিজেকে ডিউটি অফিসার এএসআই জাহিদ হাসান পরিচয় দিয়ে বলেন, রাউজানে ছিনতাইয়ের ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ছিনতাইকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’