শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

রাউজানে চুরি ও মাদক পাচারের অভিযানঃ তিনশত লিটার মদসহ দশজনকে আদালতে সোর্পদ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ মে, ২০২২

প্রদীপ শীল, রাউজান
রাউজানে চুরি ও মাদক পাচারের অপরাধে ১০ আসামীকে আদালতে প্রেরণ করেছে রাউজান থানা পুলিশ। ২ মে সোমবার দুপুরে জেলা পুলিশের একটি পুলিশ ভ্যানে করে তাদের আদালতে পাঠানো হয়। রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুণ জানিয়েছেন, চট্টগ্রাম র্ঙ্গাামাটি মহাসড়কের পাশ থেকে প্রকাশ্য দিবালোকে গ্যাস লাইনের পাইপ চুরি অভিযোগে ছয় জন ও মাদক পাচার কালে মাদক সহ চার জনকে থানায় মামলা রুজু শেষে আদালতে পাঠানো হয়েছে। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানান, চুরির ঘটনায় গ্যাস লাইন নির্মান কাজের ঠিকাদার জহির উদ্দিন মোহাম্মদ তৈমুর বাদী হয়ে আটক জয়নাল আবেদীন, রিফাত, শাব্বির, নাঈম উদ্দিন, এনামুল হক, মামুনুর রশিদ সহ অজ্ঞাতনামা ১২ জনকে আসামী করে রাউজান থানায় মামলা দায়ের করেছেন। তিনি আরো জানান, গ্যাস লাইন পাইপ চুরির কাজে ব্যবহৃত লরি, ক্রেন সহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। অপরদিকে রাউজান নোয়াপাড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ জয়নাল আবেদিনের নেতৃত্বে একদল পুলিশ চট্টগ্রাম কাপ্তাই সড়কের বাগোয়ান ইউনিয়নের গশ্চি ধরের টেক এলাকা থেকে সিএনজি অটোরিক্সা তল্লাসী করে ২শত ১০ লিটার পাহাড়ী চেলাই মদ উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী আবুল মনসুর, আজগর আলীকে আটক করে। একই রাতে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কের পাহাড়তলী ইউনিয়নের ইমাম গাজ্জালী কলেজের সামনে দিয়ে সিএনজি অটোরিক্সা আটক করে পুলিশ। এসময় অটোরিক্সা থেকে ৮০ লিটার পাহাড়ী চোলাই মদ উদ্ধার করে। এসময় অটোরিক্সা থেকে ইউছুপ, আশিফুর রহমান নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। সিএনজি অটোরিক্সাটি পুলিশের হেফাজতে রয়েছে। এই ঘটনায় পৃথক পৃথক ভাবে চার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।