শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ আগস্ট, ২০২১

প্রদীপ শীল, রাউজানঃ
বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এ স্লোগানকে সামনে রেখে রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮ অগাস্ট সকালে রাউজান উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত মৎস্য অফিস কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা সিনিয়র কর্মকতা মৎস্য কর্মকর্তা পীযূষ প্রভাকর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, অফিস কর্মকর্তা বোরকান উদ্দিনসহ গণমাধ্যম কর্মীরা। মতবিনিময় সভায় মৎস্য কর্মকর্তা জানায়, ২৮ আগস্ট শনিবার থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ কর্মসূচি পালন করা হবে। তিনি আরও জানায়,জাতীয় মৎস্য সপ্তাহ কর্মসূচীর মধ্যে রয়েছে, জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে সরকারের সাফল্য বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন, মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, মৎস্য চাষীদের মাছচাষ বিষয়ক পরামর্শ, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা-উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে মৎস্য সপ্তাহের সমাপনী ঘোষণা করা হবে।