রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

রাউজানে মাস্ক না পরায় ১৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

প্রদীপ শীল, রাউজানঃ

চট্টগ্রামের রাউজানে মাস্ক না পরায় ৭জনসহ ১৩জনকে ২৮ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুর ১টা থেকে একঘন্টাব্যাপী অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। উপজেলা প্রশাসন সূত্র মতে, মাস্ক না পরায় ৭জনকে ৬ হাজার ৫শ’টাকা এবং পরীক্ষা ছাড়া গরু জবাই করে মাংস বিক্রির দায়ে জাহাঙ্গীরকে ৫ হাজার, অস্বস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে আলী আজগরকে ৫ হাজার, পরিবহন আইন অমান্য করার দায়ে ৭ হাজার এবং পচা ফল বিক্রির দায়ে এমরাম উদ্দিনকে ৫ হাজারসহ মোট ২৮ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরায় ৭জনকে জরিমানা করেছি। পথচারী, ব্যবসায়ী, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সতর্ক করেছি। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।