মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

রাউজানে যতক্ষণ প্রশাসন-ততক্ষণ লকডাউন- প্রশাসন গেলে দাবিয়ে বেড়াচ্ছে দিক্বিদিক !

প্রকাশিত হয়েছে- বুধবার, ৭ এপ্রিল, ২০২১

প্রদীপ শীল, রাউজান
সড়কে যতক্ষণ প্রশাসন ততক্ষণ লকডাউন। এমন চিত্র রাউজানের সড়ক গুলোতে। ৭ এপ্রিল বুধবার তৃতীয় দিনের লকডাউনে এমন চিত্র ছিল রাউজানের সর্বত্র। উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ একই মমত পপোষন করে বলেছেন সকলের সসহযোগিতা ছাড়া ললকডাউন পুরোপুরিভাবে বাস্তবায়ন সম্ভব না। আমরা প্রয়োজনে কঠিন পর্যায় অবলম্বন করবো। সরেজমিনে দেখা গেছে প্রতিদিন উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছেন। প্রশাসন মাঠে নামলে ফাঁকা হয়ে যায় সড়ক। বন্ধ হয়ে যায় শপিং মল ও দোকান পাট। প্রশাসন চলে গেলে আবার শুরু হয় বেচাবিক্রি। শুরু হয় সড়কে অটোরিকশার জটলা। মানুষও নিয়ন্ত্রণ হীন। কাজে বেকাজে দাবিয়ে বেড়াচ্ছে দিক্বিদিক। উপজেলা প্রশাসন সচেতনতার পপাশাপাশি জরিমানা আদায় করছেন প্রতিদিন। পুলিশের চেষ্টা করছেন লকডাউন বাস্তবায়নে।এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসন অটোরিকশা চালক সমিতির সাথে মিটিং করে সড়কে গাড়ী না চলানোর আহবান জানিয়েছেন। এছাড়া তৃতীয় দিনের লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য কারীদের ও দোকান খোলা রাখার অপরাধে জরিমানা আদায় করেন। এসময় কাপড়ের দোকানী আলম স্টোরের মালিক শাকিল আহম্মদ ৫ হাজার, কাপড় ক্রেতা জন্নাতুল ফেরদৌসকে ৫শত টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা পরিষদের পেশকার ঊষা মং মারমাসহ পুলিশ আনসার বাহিনীর সদস্যরা।