শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

রাউজানে ৪বার নির্বাচিত কাউন্সিল পারভেজের হাতে আ.লীগের নৌকা প্রতিক দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১

প্রদীপ শীল, রাউজান:
চট্টগ্রামের রাউজান পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজকে নৌকার প্রার্থী চূড়ান্ত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ। ৩০ জানুয়ারি শনিবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এটি চূড়ান্ত করা হয়। এর আগে গত ২ ডিসেম্বর রাউজান পৌরসভা আওয়ামীলীগের বর্ধিত সভায় দলীয় মনোনয়নের জন্য একক প্রার্থী হিসেবে জমির উদ্দিন পাভেজের নাম ঘোষণা করা হয়। মনোনয়ন প্রত্যাশি ছিল আরও তিনজন। তারা হলেন বর্তমান মেয়র দেবাশীষ পালিত, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী রানা, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আ.স.ম ইয়াছির মাহমুদ। সর্বশেষ দল জমির উদ্দিন পারভেজকে মনোনয়ন দিয়েছেন। এই ঘোষণার পর রাউজান পৌরসভার সর্বত্র মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা। মাননীয় প্রধানমন্ত্রী ও রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীকে কৃতজ্ঞতা জানিয়েছেন মেয়র প্রার্থী জমির উদ্দিন পারভেজ। ১৯৯৯ সাল থেকে টানা চার বার কাউন্সিলর পদে নির্বাচন করে বিপুল ভোটে বিজয় হয়ে কাউন্সিলর হওয়া সেই প্রার্থী জমির উদ্দিন পারভেজ দলীয় মনোনয়ন পাওয়া রাউজান পৌরসভা সদর মুন্সিরঘাটা, জলিল নগর আপন বাড়ি রেস্তোরাঁ, ফকিরহাট বাজার, গহিরাসহ পৌরসভার বিভিন্ন এলাকায় মিস্টি বিতরণ করেছেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ।
কে এই জমির উদ্দিন পারভেজ?
১৯৭৩ সালের ১০ সেপ্টেম্বর রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের পশ্চিম রাউজান চারাবটতল এলাকায় তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৃত নুরুল হক চৌধুরী। জমির উদ্দিন পারভেজ স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িয় পড়েন। ১৯৯৩ সালে রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি নির্বাচন হন, এর আগে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বিএনপি জামাত জোট সরকারের শাসন আমলে ১৯৯৭ সালে উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান তিনি। টানা ১৭ বছর উপজেলা ছাত্রলীগের অর্পিত দায়িত্ব পালন করেন। ছাত্রলীগের রাজনৈতিক নেতৃত্ব দেয়ার সময়ে তার উপরে দুই দফায় হামলা চালিয়েছিল এনডিপির দুর্ধর্ষ সন্ত্রাসীরা গুলি করে হত্যার চেষ্টা চালায়। গুলিবিদ্ধ হয়ে মারত্মকভাবে আহত হয়ে দীর্ঘদিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে ছিলেন। সেই সময় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাকে দেখতে এসেছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। এখনো তার কোমড়ে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। সে আঘাতের চিহ্ন নিয়ে রাজনীতি করছেন তিনি। বিএনপি জামাত জোট সরকারের শাসন আমলে হামলা মামলার শিকার হলেও ছাড়েননি রাজনীতি। বঙ্গবন্ধর আর্দশকে বুকে লালন করে নিজেকে প্রতিষ্ঠিত করে হাজারো ছাত্রলীগের নেতাকর্মী গড়ে তোলে বঙ্গবন্ধর আর্দশে।এছাড়াও গত ২০১৮ সালে রাউজান উপজেলা যুবলীগের সভাপতির পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। এরপরবর্তী ২০১৯ সালে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন। ১৯৯৯ সালে থেকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে একাধিকবার নির্বাচিত হন পারভেজ। তিনি পৌর ৯ নম্বর ওয়ার্ডের একাধিকবার কাউন্সিলর নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন পৌর প্যানেল মেয়রের। রাউজান উপজেলা নির্বাচন অফিস সূত্র মতে, রাউজান পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২০টি। ভোট কক্ষের সংখ্যা ১৩২টি, অস্থায়ী ভোট কেন্দ্রর সংখ্যা ২০। ভোটাধিক প্রয়োগ করবেন ২৪ হাজার ১৩৬ নারী ভোটারসহ মোট ৫০ হাজার ৫৮৪জন ভোটার। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত, বাছাই হবে ৪ ফেব্রæয়ারি। এরপর ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রচার শেষে ২৮ ফেব্রæয়ারি হবে ভোট। সেদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। উল্লেখ্য, ১৯৯৮ সালে প্রতিষ্ঠালাভ করা রাউজান পৌরসভার আয়তন ৪৪ বর্গ কিলোমিটার। সর্বশেষ রাউজান পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালের ৩০ শে ডিসেম্বর।