শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

রাউজান পৌরসভা এলাকায় কেজি ৩০ টাকা ধরে খোলা বাজারে চাউল বিক্রি শুরু

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৫ জুলাই, ২০২১

প্রদীপ শীল, রাউজানঃ
রাউজান পৌরসভার ৯টি ওয়ার্ডে ৬ জন ডিলারের মাধ্যমে খোলা বাজারে চাউল বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতি কেজি চাউল ৩০ টাকা ধরে, প্রতিজনকে ৫ কেজি চাউল বিক্রি কর হবে। ৯টি ওয়ার্ডে ৩শত জনের কাছে খোলা বাজারে চাউল বিক্রয় করা হবে বলে জানা গেছে। ২৫ জুলাই রবিবার সকালে পৃথক পৃথক ভাবে খোলা বাজারে চাউল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। খোলা বাজার চাউল বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য কর্মকর্তা তরুন কান্তি চাকমা, পৌর কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল, এডভোকেট দিলিপ কুমার চৌধুরী, মহিলা কাউন্সিলর নাসিমা আকতার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত, যুবলীগ নেতা আবু ছালেক, ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন পিবলু প্রমুখ। উল্লেখ্য, রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ড, ৫নং ওয়ার্ড, ৩ নং ওয়ার্ড ও ১ নং ওয়ার্ডে খোলা বাজারে চাউল বিক্রয় করা হচ্ছে ।