প্রদীপ শীল, রাউজানঃ
চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের পাশে রাখা গ্যাস লাইনের পাইপ লরিতে তুলে চুরি করে নেওয়ার সময় জনতার হাতে চোর সহ লরি আটক হয়েছে। ১ মে রবিবার সকালে প্রকাশ্য দিবালোকে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের চারা বটতল বাজার সংলগ্ন ব্রীকফিল্ড এলাকা থেকে চোরের দলকে আটক করা হয়। আটকের পর স্থানীয় জনতা গণপিঠুনি দিয়ে পুলিশকে সোর্পদ করেছে। জানা যায়, রাউজান এলাকায় বিসিক শিল্প নগরীতে গ্যাস সংযোগ দেওয়ার জন্য গ্যাস লাইন নির্মানের জন্য চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের পাশে স্তুপ করে রাখা হয় লৌহার পাইপ গুলো। চোরের দল চট্টগ্রাম শহর থেকে লরি ও ক্রেন ভাড়া করে এনে লৌহার পাইপগুলো ক্রেনের সহায়তায় লরিতে তুলে ফেলে। এসময় চারাবটতল বাজার এলাকার আমির নামে এক দারোয়ান এ দৃশ্য দেখে স্থানীয় পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী ও বাজারের লোকজনকে জানায়। তখন স্থানীয় জনতা চোরের দলকে আটক করে। পরে স্থানীয় কাউন্সিলর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসেন রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুণসহ পুলিশের একটি দল। পরে বিষয়টি ফোন করে গ্যাস লাইন নির্মানকারী ঠিকাদারকে জানালে ঠিকাদার লৌহার পাইপ তুলে নেওয়া লোকজন তাদের লোকজন নয় বলে জানায়। এ প্রসঙ্গে রাউজান পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী বলেন, ৫ চোর সহ লরি, ক্রেন আটক করে রাউজান থানার পুলিশকে ফোন করে জানায়। পুলিশ ঘটনাস্থলে আসলে আটক করা লরি, ক্রেন সহ ৫ চোরকে রাউজান থানা পুলিশের কাছে সোর্পদ করি। আটক করা লরি চালক নাঈম উদ্দিন বলেন, রহমান ইঞ্জিনিয়ার্স থেকে লরি ও ক্রেন ভাড়া করে আনা হয়। রহামান ইঞ্জিনিয়ার্স নামের প্রতিষ্ঠানটি কোথায় ও প্রতিষ্ঠানের মালিক কে তা জানা যায়নি। আটক ব্যক্তিদের মধ্যে একরামুল হক বলেন, আমি দিনমজুরের কাজ করি। আমি সহ আমরা চারজনকে চট্টগ্রাম নগরীর চকবাজার থেকে ১ মে রবিবার সকালে কাজ করার জন্য নিয়ে আসেন। কাজ করতে এসে গ্যাস লাইনের পাইপ চুরি করার জন্য আমাদেরকে নিয়ে এসেছে বলে জানতে পারি। এ ব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন বলেন, গ্যাস লাইন নির্মানের জন্য আনা লৌহার পাইপ ক্রেনের সহায়তায় লরিতে তুলে চুরি করে নিয়ে যাওয়ার সময় রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী ও চারবটতল বাজারের দারোয়ান আমির স্থানীয় জনতা লরি, ও ক্রেন সহ ৫ ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে। গ্যাস লাইনের পাইপ চুরি করে নিয়ে যাওয়ার সময় আটক লরি, ও ক্রেন পুলিশের হেফাজতে রয়েছে। চুরি ঘটনার সাথে জড়িত আটক ৫ ব্যক্তিকে রাউজান থানায় আটক রাখা হয়েছে। এ ব্যাপারে গ্যাস লাইনের ঠিকাদারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।