শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

বাঁশখালীতে লিচু বাগান দেখতে গিয়ে ঘরে ফেরা হলো না হাবিবের

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ মে, ২০২০

মোহাম্মদ বেলাল উদ্দিন, বাঁশখালী (চট্টগ্রাম) :

বাঁশখালীর চাম্বলে বন্য হাতির আক্রমণে হাবিবুর রহমান (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) বিকালে চাম্বল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জঙ্গল চাম্বল এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হাবিব তার নিজ বাড়ির পূর্ব পাশের পাহাড়ের ঢালে লিচু বাগান দেখতে গিয়েছিলেন। সেখানে জঙ্গলে লুকিয়ে থাকা হাতি তার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন ঘটনাস্থলে লিচু বাগানী হাবিবের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, প্রতিবছর বাঁশখালী পাহাড়ী এলাকায় হাতির আক্রমণে ১০-১৫ জন মানুষের প্রাণহানি ঘটেছে। তাছাড়া প্রতিদিন লোকালয়ে বন্য হাতি প্রবেশ করে মানুষের ঘরবাড়ি ও ক্ষেত খামারের প্রচুর ক্ষতি সাধন করছে। পাহাড়ে হাতির খাদ্য সংকটে এমনটি ঘটছে বলে জানান তারা।

২৯.০৫.২০২০, ১১.২৫ এএম