সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

লোহাগাড়ায় মরহুম শাহ্জাহান চৌধুরী স্মৃতি পাঠাগার’র শুভ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ৯ অক্টোবর, ২০২২

(বিশেষ প্রতিনিধি)

চট্টগ্রামের লােহাগাড়া উপজেলার ৭নং পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান এলাকায় মরহুম শাহ্জাহান চৌধুরী ট্রাস্টের উদ্যোগে হযরত উম্মে ছালমা (রাঃ) সোবহানিয়া মহিলা দাখিল মাদ্রাসায় “মরহুম শাহ্জাহান চৌধুরী স্মৃতি পাঠাগার’র” শুভ উদ্বোধন করা হয়েছে।

০৮ অক্টােবর”২০২২ইং শনিবার সকাল ১১টার দিকে অত্র মাদ্রাসার হলরুমে এ উদ্বোধনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হযরত মাওলানা আব্দুস সোবহানের সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম ইব্রাহিম কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি ফৌজুল আজিম, সৌদি আরব প্রতিনিধি তৌসিফ রেজা চৌধুরী, মরহুম শাহজাহান চৌধুরীর সুযােগ্য সন্তান সাদেক চৌধুরী, আসিফ ভুট্টো, মাষ্টার আব্দুর রহিম, মাওলানা খালেদ হোসাইন, মাওলানা শাব্বির আহমদ, মাওলানা মোঃ মিজানুর রহমান, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী সহ আরও অনেকেই।

গ্রামে গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে পড়ার লক্ষ্যে গৌড়স্থান চৌধুরী পাড়ার কৃতি সন্তান মরহুম শাহজাহান চৌধুরী সুযােগ্য সন্তান লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ ফয়েজ চৌধুরী’র একান্ত প্রচেষ্টায় এবং তার নির্দেশনায় মরহুম শাহ্জাহান চৌধুরী স্মৃতি পাঠাগার করা হয়।