শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

শুদ্ধ উচ্চারণ করে নিজের ভাষাকে সম্মানিত করতে হবেঃ রাউজানে আবৃত্তিকার রাশেদ হাসান

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২

প্রদীপ শীল, রাউজানঃ
কবিতার ভাব , ছন্দ , তাল , লয় ও শব্দের উচ্চারণ সঠিক রেখে শ্রুতি মধুর কণ্ঠে নিজের ভার প্রকাশ করার নাম আবৃত্তি । মিশ্রিত ভাষার উচ্চারণে বা বাংলা বলার অভ্যাস ত্যাগ করা উচিৎ বলে মনে করছেন আবৃত্তিকার ও শুদ্ধ উচ্চারণ নিয়ে কাজ করা বিশিষ্টজনেরা।মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে রাউজান ইংলিশ স্কুল অডিটোরিয়ামে রাউজান আবৃত্তি পরিষদ আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় অতিথিরা এ মন্তব্য করেছেন। জানা যায়, বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব উপলক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রামের প্রখ্যাত আবৃত্তি শিল্পী ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ন সম্পাদক রাশেদ হাসান। প্রশিক্ষণ কর্মশালায় অতিথি ছিলেন রাউজান ইংলিশ স্কুলের পরিচালক গৌতম মল্লিক, সৈয়্যদ ইউসুফ আমিন, আবৃত্তি শিল্পী সাজু পালিত, সাংবাদিক প্রদীপ শীল, স্কুলের একাডেমিক সুপার ভাইজার মো. জহির উদ্দিন জুয়েল। কর্মশালায় রাশেদ হাসান বলেন, বাঙলা আমাদের মায়ের ভাষা। বহু ত্যাগ-তিথিক্ষার মাধ্যমে বাঙলা পেয়েছি। এ ভাষার যথাযথ ব্যবহার করতে হবে। শুদ্ধ উচ্চারণ করে নিজের ভাষাকে সম্মানিত করতে হবে। সকলের উচিত শুদ্ধ প্রমিত ভাষা চর্চা করা। কর্মশালায় রাউজান আবৃত্তি পরিষদের কর্মকর্তা, রাউজান ইংলিশ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।