মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

সম্পাদকের ঈদের শুভেচ্ছা— চাটগাঁইয়া খবর

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ মে, ২০২০

শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনদের প্রতি রইল ঈদ মোবারক। এমন এক কান্তি লগ্নে বিশ্ব যখন নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত সেই মুহূর্তে দেশ ও বিদেশের সকল খবরাখবর নিয়ে চাটগাঁইয়া খবর এর আত্মপ্রকাশ হয়েছে। এই অনলাইন নিউজ পোর্টালটি আগামীতে আরো সুন্দর রূপে নবীন-প্রবীণ এক ঝাঁক সাংবাদিকদের নিয়ে  নিরপেক্ষভাবে দেশ ও জাতির কল্যাণে এই যাত্রা  অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি মনে করছি। তাই প্রয়োজন পাঠক, শুভাকাঙ্ক্ষী এবং শুভাকাঙ্খীদের সার্বিক সহযোগিতা । আসুন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে সচেতন হই, ঈদের নামাজ সামাজিক দূরত্ব বজায় রেখে পড়ি এবং কোলাকুলি থেকে বিরত থেকে এবারের ঈদ কাটুক অন্যরকমভাবে।  আশা করি সকলের সচেতনতায় আগামী ঈদ গুলো পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন কাটবে।  অন্ধকারের ঘনঘটা কেটে একদিন পৃথিবীতে আবার আরেকটি নতুন দিন আসবে। সেদিনের জন্য সবাই অপেক্ষা করি। আসুন সকল ভেদাভেদ ভুলে কে গরিব, কে ধনী, না ভেবে একসাথে কাঁদে কাঁদ রেখে ঈদের নামাজ আদায় করি,যার যেই সামর্থ্য আছে সে নিয়ে গরীব অসহায়দের পাশে দাঁড়ায়। আসুন আল্লাহর কাছে প্রার্থনা করি, সকলেই পরিবার-পরিজন নিয়ে নিরাপদে থাকি, সুস্থ থাকি। বৈশ্বিক মহামারী ভাইরাস থেকে আল্লাহ পৃথিবী কে রক্ষা করুক। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।