শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

সাংবাদিক রোজিনা ইসলামকে আটকের প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

প্রদীপ শীল, রাউজান প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা এবং ঔপনিবেশিক আইনের ধারায় মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে রাউজানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৮ মে (মঙ্গলবার) বিকাল সাড়ে তিনটার রাউজান উপজেলা পরিষদ চত্বরে রাউজান প্রেসক্লাবের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মীর আসলাম, এম. বেলাল উদ্দিন, প্রদীপ শীল, তৈয়ব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এস. এম ইউসুফ উদ্দিন, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, অর্থ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা রোজিনা ইসলামকে হেনস্তাকারী কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী করেন।