বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ৭ই জিলকদ, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

সাতকানিয়া ও লোহাগাড়ায় সাংসদ নদভী’র ৩য় ধাপে ১৫ হাজার হতদরিদ্রদের মাঝে ত্রান বিতরন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ জুন, ২০২০

মোঃ সাইফুল ইসলাম,লোহাগাড়া (চট্টগ্রাম):

আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন ও সাতকানিয়া লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী’র ত্রাণ তহবিলের যৌথ সমন্বয়ে সাতকানিয়া ও লোহাগাড়ায় ৩য় নধাপে ১৫ হাজার হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে ত্রান বিতরন কার্যক্রম শুরু করা হয়েছে। ৮ জুন (সোমবার) প্রথমদিনে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা পরিষদের মাঠে করোনা মহামারিতে কর্মহীন দিনমজুর, দুঃস্থ-দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার এবং সাতকানিয়া পৌরসভাসহ দুই উপজেলার চতুর্থ শ্রেণীর কর্মচারী ও গ্রামের চৌকিদারদের মাঝে ২ হাজার প্যাকেট ত্রান সামগ্রী বিতরণ করা হয়। সকাল ১০টায় সাতকানিয়া উপজেলা পরিষদ মাঠে মাননীয় এমপি ড. আবু রেজা নদভী’র পক্ষে ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর এ আলম। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল-বশিরুল ইসলাম, সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ শফিউল কবির, স্থানীয় সাংসদের একান্ত সচিব ও সাতকানিয়া উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান এরফানুল করিম চৌধুরী, সাতকানিয়া-লোহাগাড়া’র ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়কারী মোহাম্মদ আব্দুর রউফ, উপজেলা যুবলীগের সদস্য এটিএম সাইফুল, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বেলাল, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ মিজান প্রমুখ। একই দিন দুপুর ১২টায় লোহাগাড়া উপজেলা পরিষদ মাঠে মাননীয় এমপি’র পক্ষে ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌছিফ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ জাকির হোসাইন মাহমুদ, উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান আরমান বাবু রোমেল প্রমুখ ।

10.06.2020.11:07 PM