রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

সাতকানিয়ায় বন্যহাতির আক্রমনে মহিলা চা শ্রমিক নিহত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

সাতকানিয়া প্রতিনিধি


সাতকানিয়ায় বন্যহাতির আক্রমনে ফাতেমা বেগম (৪০) নামের এক মহিলা চা শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাটি মঙ্গলবার বিকালে উপজেলার চরতী ইউনিয়নের মধ্যম দুরদুরী পাহাড়ী এলাকায় ঘটে। নিহত ফাতেমা চরতি ইউনিয়নের মধ্যম দুরদুরি নতুন পাড়ার মোহাম্মদ সেলিম উদ্দিনের স্ত্রী।


স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে মধ্যম দুরদুরি নতুন পাড়ার সেলিমের স্ত্রী ফাতেমা বেগমসহ কয়েকজন নারী চা শ্রমিক কাজ শেষে বাড়ি ফেরারপথে গাদার ঘোনা এলাকায় আসলে বন্যহাতির পালের সামনে পড়ে। এসময় অন্যান্যরা পালিয়ে যেতে পারলেও ফাতেমা বেগম হাতির আক্রমণে মারা যান।


সাতকানিয়ার মাদার্শা রেঞ্জ কর্মকর্তা মো. মামুন মিয়া জানান, হাতির আক্রমণে এক নারী চা শ্রমিক নিহত হওয়ার কথা স্বীকার করে বলেন, বন্যহাতির পালকে লোকালয় থেকে পাহাড়ে ফিরিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত আছে। নিহত পরিবারকে সরকারিভাবে সহায়তা করার নিয়ম রয়েছে। আমরা তার স্বজনদের সঙ্গে কথা বলে সরকারিভাবে ঘোষিত আর্থিক সহায়তা পাওয়ার জন্য প্রয়োজনীয় উবর্ধতন কর্মকর্তাকে