শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

সারা দেশের ন্যায় সাতকানিয়া উপজেলার খাগরিয়ায় জনশুমারী ও গৃহ গনণা কর্মসূচির গনণাকারী- সুপারভাইজারের ৪ দিন ব্যাপী প্রশিক্ষন শুরু

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ জুন, ২০২২

এস এম মহিউদ্দিন চন্দনাইশ

চট্টগ্রাম আগামী ১৫ জুন থেকে ২১ জুন সারাদেশে এক সাথে জনশুমারী ও গৃহ গনণা/২০২২ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। শুমারী শতভাগ নিশ্চিত হওয়ার লক্ষ্যে প্রত্যেক ইউনিয়নে ১ জন জোনাল অফিসার,১ জন আইসিটি অফিসার, পর্যাপ্ত সুপারভাইজার ও গনণাকারী নিয়োগ নিশ্চিত করেছেন।

শুদ্ধভাবে গনণা কার্য সম্পাদনের জন্য ৪ দিন ব্যাপী প্রশিক্ষনের ব্যবস্হাও নিয়েছেন সরকার । আজ ৪ জুন থেকে ৭ জুন সারাদেশে একসাথে প্রশিক্ষন কর্মসূচি পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের সুপারভাইজার ও গনণাকারীদের নিয়ে এক প্রশিক্ষন চরখাগরিয়া খাদিম আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় হল কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রশিক্ষনে ট্রেইনার হিসেবে প্রশিক্ষন দেন খাগরিয়া ও নলুয়া ইউনিয়নের জোনাল অফিসার জামাল উদ্দিন, আই টি কর্মকর্তা রোকসানা আকতার। উক্ত ট্রেনিং এ জনশুমারী ও গৃহ গনণা কালীন ৫০ বিষয়ের উপর তথ্য নেয়ার জন্য সুপারভাইজার ও গনণাকারীকে নির্দেশনা প্রদান করা হয়েছে।