রফিকুল আলম :
মহান ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রশাসনের কর্মকর্তা,পৌরসভার কর্মকর্তা,সাংবাদিকবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তি, বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মী,সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ,আলেম ওলামা ও এতিমদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর। তিনি তার সংসদীয় আসন চট্টগ্রাম -২ ফটিকছড়ির নিজ গ্রামের বাড়িতে বুধবার ২৬মার্চ এ ইফতার মাহফিলে আয়োজন করেন ।
এসময় সরোয়ার আলমগীর বলেন- আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ক’দিন আগে আমরা দেখেছি—সংস্কার ও নির্বাচনকে যেমন মুখোমুখি করানো হচ্ছে,ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা হচ্ছে। এর পেছনে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে । তবে দেশপ্রেমিক জনগণ যদি সচেতন ও সতর্ক থাকে,অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হবো।
সরোয়ার আলমগীর আরো বলেন- কোন দেশী-বিদেশী ষড়যন্ত্র সফল হবে না। অচিরে নির্বাচন দিতে হবে। নির্বাচনের মাধ্যমে এ দেশের জনগন দেশ নায়ক তারক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে উপহার দেবে।
তিনি বলেন- ৭১সালে শেখ মুজিবুর রহমান যেখানে ব্যর্থ হয়েছিল সেখানে স্বাধীনতার ঘোষনা দিয়ে সফল হয়েছেন শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান। ফলে এদেশ স্বাধীনতা লাভ করে । পৃথিবী পেয়েছিল একটি স্বাধীন মানচিত্র। পরবর্তী তিনি জনতা কর্তৃক ক্ষমতায় অধিষ্ট হয়ে আধুনিক বাংলাদেশ বির্নিমানে কাজ করেন কিন্তু একটি গোষ্টি তাকে হত্যা করে চেয়েছিল বাংলার বুক থেকে জিয়া নামটি মুছে দিতে। কিন্তু এ দেশের শান্তি প্রিয় জনতা পরবর্তী বেগম খালেদা জিয়াকে ভোটের মাধ্যমে ক্ষমতায় নিয়ে আসেন। তিনি কখনো দেশ নিয়ে ষড়যন্ত্রে আপোষ হননি। তাই এ দেশের মানুষ তাকে আপোষহীন নেত্রী বলেন।
তিনি বলেন- ৫ আগস্ট পর প্রশাসনের আশ পাশে অদৃশ্যের মতো আ.লীগের দোসরা ঘোরাঘুরি করছে। তাই তাদের গ্রেফতার দাবী জানান এ বিএনপি নেতা।
বিএনপি নেতা আরো বলেন- স্বাধীনতার পরবর্তী যারা অথিতি আ.লীগের সাথে আঁতাত করেছিল তারা আবারও স্বপ্ন দেখছেন। তাদের স্বপ্ন কখনো এ দেশের জনগন মেনে নেবে না।
তিনি বলেন- ফটিকছড়ির মাটি ও মানুষ হচ্ছে আমার অক্সিজেন। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে সক্ষম নই, তেমনি এই এলাকার মানুষ ছাড়া আমিও অস্তিত্বহীন। তাদের সুখে দূঃখে অতীতেও ছিলাম,ভবিষ্যতে থাকব,ইনশাআল্লাহ। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে স্মার্ট ফটিকছড়ি বির্নিমানে তিনি সকল ফটিকছড়িবাসীর দোয়া কামনা করেন।
ফটিকছড়ি উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন এর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন,বদিউল আলম তালুকদার,মহিন উদ্দিন আজম তালুকদার,আবু আজম তালুকদার,মুনসুর আলম চৌধুরী, ডা.নাজিম উদ্দীন,এস এম ইউসুফ,আলা উদ্দীন,খালেদ বাবুল,এস এম শফিউল আলম, নাছির উদ্দীন,নুরুল হুদা,বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম,বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা সরওয়ার কামাল চৌধুরী, মিঞা মোশারাফুল আনোয়ার চৌধুরী, হাসানুল কবির, মহিন উদ্দিন মেসি,এম এ মাহফুজ প্রমূখ। ইফতার মাহফিলে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।