মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৩ই জিলকদ, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে দোহাজারী হাইওয়ে পুলিশের বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪


চন্দনাইশ প্রতিনিধি


হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদরে দোহাজারী হাইওয়ে পুলিশ উদ্যোগে ১৩ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বাস ষ্টেশনে মিলিত হয়।

দোহাজারী হাইওয়ে থানার (ওসি) খান মোহাম্মদ ইরফান এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এসময় ওসি খান মোহাম্মদ ইরফান বলেন, পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে সড়কে চালকদের প্রশিক্ষণসহ বিভিন্ন শ্রেনীর মানুষদের সড়ক দূর্ঘটনা রোধে সেবা সপ্তাহের প্রতিটি দিন সড়কের বিভিন্ন জায়গায় জনসচেতনতা তৈরী ও সড়ক এবং যানবাহনের নিরাপত্তা নিয়ে বিভিন্ন কর্মসূচী আয়োজন করা হবে।

এছাড়া তিনি মহাসড়কে যানযট নিরসন ও দূর্ঘটনা রোধে সচেতনামূলক দিক নির্দেশনা প্রধান করেন।

এ সময় র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা মোটরচালকলীগের সভাপতি মাহাবুল আলম, সাধারণ সম্পাদক রফিক উমর, দোহাজারী ট্রাক চালক সমিতির সাধারণ সম্পাদক আবুল তৈয়ব, উত্তর সাতকানিয়া মোটরচালক লীগের সাধারণ সম্পাদক আবদুর শুক্কুরসহ বিভিন্ন পরিবহন চালক ও সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।