1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন

হাজারী লাইনে জেলা প্রশাসনের অভিযানঃ ১০ লাখ ৯৩ হাজার টাকা অর্থদণ্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৭১৮ Time View

জেলা প্রশাসনের চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিকাল ২ ঘটিকা হতে ৫ ঘটিকা পর্যন্ত নগরীর কোতয়ালী থানার হাজারিলেইনে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার ও এস এম আলমগীর হোসেন ১৪ জন ফার্মেসী ব্যাবসায়ী কে ৭ লক্ষ টাকা অর্থদণ্ড করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুক ১০ জন ফার্মেসী ব্যাবসায়ী কে ৩ লক্ষ ৪৩ হাজার টাকা জরিমানা করেন। গালিব চৌধুরী ৫ ব্যাবসায়ীকে ৫০০০০ টাকা জরিমানা করেন।
মোঃ উমর ফারুক জানান অষুধের মুল্যবৃদ্ধি, সংকট সৃষ্টি, ফার্মেসিস্ট সার্টিফিকেট না থাকা, আনরেজিস্ট্রারড ওষুধ রাখা,বিদেশী অবৈধ ওষুধ রাখা, মূল্য কর্তন করা, নকল পিপিই,মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রাখার দায়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড করা হয়।
অভিযানে এনাম মেডিকেল কে ৫০০০০, মেমোরি ড্রাগ হাউস কে ৫০০০০, নিউ চট্টলা মেডিকেল কে ৫০০০০,সবুজ ফার্মেসী কে ৪০০০০,সন্ধা ড্রাগ হাউস কে ৪০০০০,গোপাল মেডিকেল কে ৩০০০০ টাকা, যমুনা মেডিকেল কে ৩০০০০, আনিকা ড্রাগ হাউসকে ৩০০০০,ভাই ভাই ট্রেডার্স কে ১৮০০০ ও চট্রশলা এন্টারপ্রাইজ কে ৫০০০ ট টাকাসহ মোট ৩ লাখ ৪৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান ও কামরুল হাসান, র‍্যাব ও পুলিশের সদস্যরা।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com