শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

হাজারো নারী-পুরুষ পেল ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের ঈদ বস্ত্র

প্রকাশিত হয়েছে- রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

প্রদীপ শীল, রাউজান
রাউজানের উত্তর হিংগলায় প্রায় এক হাজার গরিব, অসহায় নারী-পুরুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করেছেন এবি এম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশন। রবিবার (৭ এপ্রিল)  উত্তর হিংগলা এলাকায় ডাবুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবর এর ব্যবস্থাপনায় এই ঈদবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী। স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ বাবর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহসভাপতি নেজাম উদ্দিন রানা, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনছুর উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাবের হোসেন, ছাত্রনেতা তৌহিদুল আলম, মোহাম্মদ এরশাদ, মাওলানা রুস্তম,  মোহাম্মদ মনু মিয়া, শাহনাজ আক্তার, ব্যবসায়ী ফাহিম, মোহাম্মদ মাহিম প্রমুখ । প্রধান অতিথির বক্তব্যে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, গরিব দুস্থ অসহায় মানুষের পাশে থাকা আমার কর্মীদের নৈতিক দায়িত্ব। আমরা ঈদের আনন্দ সকল শ্রেণী পেশার মানুষের সাথে ভাগাভাগি করতে চাই। আমরা চেষ্টা করি প্রকৃত অর্থে যারা গরিব তাদের পাশে দাঁড়াতে। আমরা চাই ঈদে সকল মানূষ নতুন কাপড় পড়ে নামাজ ও আনন্দ করুক। স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ বাবর জানান, উত্তর হিংগলা গ্রামে বসবাস করেন বেশিভাগ দরিদ্র পরিবার। তাদের ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রতি বছর ঈদের উপহার হিসাবে নতুন কাপড় বিতরণ করে থাকি। রাউজানের অভিভাবক এবিএম ফজলে করিম চৌধুরীর নিদের্শনায় ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের সৌজন্যে এলাকার প্রায় এক হাজার মানুষকে ঈদ উপহার বিতরণ করা হয়।