1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০১:০২ অপরাহ্ন

আনোয়ায় ৭’শ বছর পর স্থাগিত হলো আনুষ্ঠানিক ওরস শাহ্ মোহছেন আউলিয়ার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৫১৮ Time View

চট্টগ্রামের আনোয়ারার আধ্যাত্মিক সাধক হজরত শাহ মোহছেন আউলিয়ার (র.) প্রায় ৭০০ বছর পর আনুষ্ঠানিক ওরস হচ্ছে না দরগাহ প্রাঙ্গণে। আনোয়ারা উপজেলার বটতলী গ্রামে ভক্তরা ওরসে প্রতিবছর ৬ আষাঢ় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অংশ নিতেন। এবার বৈশ্বিক মহামারির কারণে দরগাহ পালা কমিটি ওরস স্থগিতের ঘোষণা দিয়েছে।
যুগ্ম মোতোয়াল্লী এসএম জহিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, করোনাভাইরাসের কারণে আমাদের প্রিয় মাতৃভূমিসহ সারাবিশ্ব এখন কার্যত স্থবির। রোগটি ছোঁয়াচে হওয়ায় পরস্পরের সঙ্গে স্পর্শতো দূরে থাক, কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কাজ করতে হচ্ছে। পরিস্থিতি দিনদিন খারাপের দিকে যাচ্ছে। তাই দেশের দূর-দূরত্ব থেকে আসা ভক্ত ও আশেকদের কথা চিন্তা করে দরবারের এক জরুরি সভায় ওরস স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভক্তদের দরবারে না এসে ঘরে থাকার আহ্বান জানিয়েছি আমরা। তবে ওরস উপলক্ষে দুই দিন লাখো ভক্তের মিলনমেলা বসতো বটতলী গ্রামে। এবার গরু-মহিষ-ছাগল জবেহ করা হবে না। প্রধান ফটক বন্ধ থাকবে। শুধু দরগাহ পালা কমিটির সদস্যরা নিরাপদ দূরত্ব বজায় রেখে খতমে কোরআন, মিলাদ, জেয়ারত ও আখেরি মোনাজাত করবেন।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com