1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন

সুবাসিত প্রাচ্যের দৃষ্টিনন্দন প্রজেক্ট কাউন্সিলর আজাদ হোসেনের বাগানবাড়ি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৫৬৮ Time View

প্রদীপ শীল, রাউজানঃ

রাউজান পৌরসভার কাউন্সিলর আজাদ হোসেনের মৎস্য চাষ ও পুকুর পাড়ে বাহারী ফলজ বাগান যেন প্রকৃতির মুক্ত বিহঙ্গ। মিষ্টি মধুর শীতল হাওয়া, আর পাখির কাকলীতে স্বর্গীয় অনুভূতির একরাশ পরশ ভূমি কাউন্সিলরের বাগানবাড়ি। এমন সুবাসিত প্রাচ্যের দৃষ্টিনন্দন প্রজেক্ট গড়ে উঠেছে রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবলঙ্গা- দলিলাবাদ মৌজায়। প্রকৃতির সংমিশ্রনে বেড়ে উঠা কাউন্সিলর আজাদ হোসেনের স্বপ্ন ছিল ফলজ বাগান, শাকসবজীর চাষাবাদ ও মৎস্য খামার গড়ে তোলা। সেই স্বপ্ন বাস্তবায়নে প্রায় ২০ একর জায়গার উপর গত ১০ বছর ধরে পরিকল্পিত বাগান ও মৎস্য চাষের পুকুর করেছেন তিনি। ১৯ জুন শুক্রবার পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগে যুগ্ম সম্পাদক আজাদ হোসেনের বিশাল এলাকা জুড়ে প্রতিষ্ঠিত মনোমুগ্ধকর প্রজেক্ট পরিদর্শন কালে দেখা যায়, প্রজেক্টের সামনে রয়েছে একটি বাগান বাড়ী। বাড়ীর চারিপাশে রয়েছে শীতল ছায়ার প্রকৃতিক পরিবেশ।

বাড়ীর উত্তর দক্ষিণে অংশে রয়েছে প্রায় ১২ একর জাগায় উপর ৫টি মৎস্য চাষের পুকুর। আর পুকুর পাড়ের বিশাল অংশ জুড়ে রোপন করেছেন আম, জাম, কাঠাঁল, লেবু, কমলা, দারুচিনি, তেজপাতা, পেঁপেঁ, পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ। এছাড়া রোপন করেছেন শাকসবজি।

একসময় সখের বাগান ও মৎস্য চাষাবাদ করলেও, বর্তমানে বানিজ্যিক হিসাবে চাষাবাদ করছেন বলে জানান কাউন্সিলর আজাদ হোসেন। তিনি জানান, পুকুরে রুই, কাতলা, মৃগেল, কালীবাইশ চিংড়ী ও মনোসেক্স তেলাপিয়া মাছ রয়েছে প্রায় ১০ টন। এগুলো খাওয়ার উপযোগী মাছ। নতুন দুইটি পুকুরে ছাড়া হয়েছে হালদা নদীর পোনা। তিনি আশা প্রকাশ করেছেন বর্ষা মৌসুমে কয়েকটন শাকসবজি বিক্রি করা যাবে তার বাগান থেকে।

প্রকাশিত ১৯ জুন ২০২০, ৫:৫০পিএম



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com