1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ন

আলোকিত মানুষ গড়ার তীর্থস্থান শতবর্ষী মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৩০ Time View

প্রদীপ শীল, রাউজানঃ

শত বছর ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়। রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের মহামুনি গ্রামে ১৯০২ সালে এ বিদ্যাপীট প্রতিষ্ঠা করেন প্রয়াত গগন চন্দ্র বড়ুয়া। স্থানীদের সহযোগিতায় প্রায় ৪ একর ১৭ শতক জমিতে বৃট্টিশ শাসন আমলে আত্ম প্রকাশ ঘটে বিদ্যালয়টির।

নিরক্ষর সমাজ ব্যবস্থাকে শিক্ষার আলোছড়াতে গ্রামের একদল শিক্ষিত সমাজ ঐক্যবদ্ধ ভাবে নিতে হয়েছে নানা কৌশল। তৎসময়ে বৃট্টিশ শাসকদের চোখ ফাঁকি দিতে বিদ্যালয়ের পাশে পালি শব্দটি লিখতে হয়েছিল। যাহা এখনো এংলো পালি উচ্চ বিদ্যালয় হিসাবে আগের পরিচয়ে পরিচিত রয়েছে। শত বছর ধরে এ বিদ্যালয়ে লেখাপড়া করে জ্ঞান অর্জন করেছেন পাহাড়তলী ইউনিয়নের মহামুনি, শেখপাড়া, বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া, রাঙ্গুনিয়া উপজেলার বহলপুর ও বেতাগী এলাকার লাখ লাখ শিক্ষার্থী। শত বৎসরের ঐতিহ্য ধরে রেখে ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তিগত শিক্ষায় পুনাঙ্গ এ বিদ্যালয়ে সকল সুযোগ সুবিধা পাচ্ছে বর্তমানের শিক্ষার্থীরা।

মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী দেশে বিদেশে উচ্চ পদস্থ কর্মকর্তা পদে আসিন রয়েছে। সরকারী ও বেসরকারী পর্যায়ে সাবেক শিক্ষাথীরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় রয়েছে। তৎমধ্যে রয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক সম্পাদক ডিপি বড়ুয়া, ড. বেনী মাধব বড়ুয়া, ব্যারিস্টার অরবিন্দু বড়ুয়া, ব্রাক বিশ্ববিদলয়ের শিক্ষক ড. এরশাদ, স্কুল পরিচালনা কমিটির সভাপতি লায়ন রুপম কিশোর বড়ুয়া সহ কয়েক হাজার কৃর্তিমান। জানা গেছে, মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশিপাশি খেলাধুলায়ও সুনাম ধরে রেখেছে। ইতিমধ্যে উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে কয়েকবার চ্যাম্পিয়ন টপি অর্জন করেছেন।

১শত ১৭ বছরের পুরাতন মহামুনি এংলোা পালি উচ্চ বিদ্যালয় জে, এস সি ও এস এস সি পরিক্ষায় কৃতিত্বের অবদান রেখেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া জানান, বর্তমানে বিদ্যালয়ে ৭শত ৮৭ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক শিক্ষিকা রয়েছে ১৪ জন। কর্মচারী রয়েছে ৪জন । এ বছর ১শত ৩৮ জন শিক্ষার্থী এস এস সি পরিক্ষায় অংশ নিয়েছেন। বিদ্যালয় পরিদর্শন কালে দেখা গেছে, সুসজ্জিত বিদ্যালয়ে রয়েছে পৃথক কম্পিউটার ল্যাব, গ্রন্থাগার, শিক্ষক/শিক্ষিকা রোম, পানি শোধনাগার, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের বিশুদ্ব পানির ব্যবস্থা। ছাত্র ও ছাত্রীদের জন্য রয়েছে পৃথক পৃথক শৌচাগার, ওয়াশ রুম, বিজ্ঞান সম্মত শিক্ষা দেওয়ার জন্য রয়েছে আলাদা বিজ্ঞান ভবন। বিদ্যালয়টি সম্পূর্ণ ক্যাম্পাস সি, সি, ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। রয়েছে শিক্ষার্থীদের খেলাধুলার মাঠ ও খেলার সরমঞ্জাম। ইতিমধ্যে রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর একান্ত প্রচেষ্টায় প্রায় তিন কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মান করা হচ্ছে বহুতল ভবণ।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com