1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১০:১৬ অপরাহ্ন

খেলনার পিস্তল দিয়ে চাঁদাবাজি: রাউজান পুলিশের হাতে আটক-২

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ জুন, ২০২১
  • ১৪১ Time View

প্রদীপ শীল, রাউজানঃ
চট্টগ্রামের রাউজানে চাঁদাবাজির ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। গতকাল ৫জুন শনিবার বিকাল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয় গত শুক্রবার দিবাগত রাত ২টা ১০ মিনিটের সময় কাউখালি উপজেলার বেতবুনিয়া উপজেলার চায়েরী বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কাউখালি উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হ্যাডম্যান পাড়ার মৃত আবুল কালম মিয়ার ছেলে মো. মামুন উদ্দিন (২৮)। একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেইলাপাড়ার আনোয়ার হোসেন প্রকাশ ফকিরের ছেলে ইমরান হোসেন প্রকাশ মনা (৩০)। তাদের কাছ থেকে চাঁদাবাজিতে ব্যবহৃত বিকাশ নম্বরের সীমকার্ডসহ মোবাইল সেট, প্লাস্টিকের খেলনার অস্ত্র উদ্ধার করা হয়। রাউজান থানা সূত্র মতে, গত ২৯ মে নোয়াপাড়া থেকে জলিল নগর যাওয়ার কথা বলে অজ্ঞাত দুই যুবক যাত্রী বেশে রাউজানের মো. মনছুর আলমের সিএনজি চালিত অটোরিকশায় উঠেন। যাত্রীদের কথামতো নোয়াপাড়া সিএনজি স্টেশন থেকে জলিল নগরে গিয়ে নামিয়ে দেওয়ার সময় যাত্রীদের আবদার ছিল, নির্ধারিত ভাড়া দিয়ে তাদের কাউখালি উপজেলার বেতবুনিয়া এলাকায় নামিয়ে দেওয়ার। চালকও তাদের কথামতো বেতবুনিয়া চায়েরী বাজার এলাকায় যান। সেখান থেকে আরও একটু ভেতরে গিয়ে গলির সামনে নামিয়ে দেওয়ার অনুরোধ করেন। যাত্রীদের কথামতো গন্তব্যে পৌছালে আরও ২/৩জন ব্যক্তি একত্রিত হয়ে চালককে মারধর করে আটকে রেখে। মুক্তিপেতে ১লাখ টাকা দাবি করে। পরে স্ত্রীর কাছে ফোন করে বিকাশে দুইভাগে ৩০ হাজার টাকা প্রদান করা হয়। একটি অস্ত্র হাতে দিয়ে ছবি তোলে রাখে অপরাধ চক্রের সদস্যরা। এই ঘটনা কাউকে বললে অস্ত্র দিয়ে তোলা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেয়া হয়। পরে রাউজান থানায় অভিযযোগ দেন ভুক্তভোগী সিএনজি চালক। অভিযোগের প্রেক্ষিতে চাঁদাবাজিতে ব্যবহৃত বিকাশ নম্বরের মাধ্যমে রাউজান থানা পুলিশ অপরাধীদের সনাক্ত করে আটক করে। উদ্ধার করা হয় প্লাস্টিকের খেলনার অস্ত্র ও চাঁদাবাজিতে ব্যবহৃত বিকাশ নম্বরসহ মোবাইল সেট। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, চাঁদাবাজির অভিযোগ পেয়ে চাঁদাবাজিতে ব্যবহৃত বিকাশ নম্বরের মাধ্যমে সনাক্ত করে চক্রের দুই সদস্যকে আটক করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় জড়িত আরও একজন পালতক রয়েছে। আটককৃতদের চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com