1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১২:০১ অপরাহ্ন

চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান কামেলা খানম রুপার মত বিনিময়

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১৫ Time View

চন্দনাইশের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.কামেলা খানম রুপা সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তাঁর নিজ কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করেছেন।

উপজেলা চেয়ারম্যান (অস্থায়ী) এড. কামেল খানম রুপা মত বিনিময়কালে বলেন, “সাংবাদিকগণ জাতির দর্পণ হিসেবে কাজ করেন। সমাজের অসঙ্গতিসহ নানা খবরা খবর তাদের কলমের মাধ্যমে প্রকাশ পায়।

তাই তিনি তাঁর অর্পিত সীমিত দায়িত্ব পালনকালে চন্দনাইশের মানুষকে ভালো রাখতে ও ভালো কাজ করতে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন। সাংবাদিকরাও সকল ধরণের সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, নাছির উদ্দীন বাবলু, মাস্টার নুরুল আলম,আবিদুর রহমান বাবুল, এসএম রাশেদ, আজগর আলী সেলিম, আবু তালেব আনছারী, এম ফয়েজুর রহমান, নুরুল আলম, আবু তোরাব চৌধুরী, এসএম রহমান, মাওলানা মোজাহেরুল কাদের, আজিমুর শানুর দস্তগীর, শাহাদত হোসেন, ফয়সাল চৌধুরী, এসএম কফিল উদ্দীন,জাহাঙ্গীর চৌধুরী, সৈকত দাশ ইমন, মোঃ শহিদ, আমিনুল্লাহ টিপু, কামরুল ইসলাম মোস্তফা, উমর ফারুক, জাবের বিন আরজু প্রমুখ।


উল্লেখ্য যে, চন্দনাইশ উপজেলা পরিষদের তিন বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় গত ২৮ নভেম্বর তিনি পদত্যাগ করেন। পরে চন্দনাইশ উপজেলা পরিষদের সমন্বয় সভার সদস্যদের প্রত্যক্ষ ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রুপা নির্বাচিত হন।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com