1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ন

চন্দনাইশে নিন্মঞ্চল প্লাবিত,শঙ্খনদীর পানি বিপদ সীমা অতিক্রম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২১১ Time View


এসএম রাশেদ
চন্দনাইশের ৮ ইউনিয়ন ২টি পৌরসভার নিন্মঞ্চল প্লাবিত হয়েছে। পানি বন্দি হয়ে পড়েছে শত শত ঘর বাড়ী। ভেসে গেছে মৎস্য পুকুর,বীজতলা, শত শত একর সবজীসহ নানা ফসলী খেত। অন্যদিকে পাহাড়ী ঢলে শঙ্খ নদীর পানি বিপদ সীমা অতিক্রম করে কিছু এলাকায় পানি ঢুকে পড়েছে।

ফলে চন্দনাইশ সাতকানিয়ার উভয় পাশের শঙ্খ চরের হাজার হাজার সবজী খেত ডুবে গিয়ে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যদি রাতভর ভারী বৃষ্টি হলে বন্যায় রূপ নেবে চন্দনাইশ-সাতকানিয়ায় শঙ্খনদী সংলগ্ন এলাকাগুলো। এদিকে উপজেলার কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর ও কেটে খাওয়া মানুষগুলো। পানি স্নোতে নষ্ট হয়ে গেছে ধোপাছড়িসহ উপজেলার গ্রামীণ বেশ কয়েকটি সড়ক। অনেকের বাড়ীতে পানি ঢুকে পড়ায় চুলায় আগুনও জ্বলেনি। ফলে শুক্ন খাবার খেয়ে রাতিযাপন করবে বলে অনেকেই জানান।

অন্যদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কসাই পাড়া এলাকায় পানি রাস্তা দিয়ে পানি প্রবাহিত হওয়ার উপক্রম হয়েছে। রাতবর ভারীবৃষ্টি হলে মহাসড়ক ডুবে গিয়ে চট্টগ্রামের সাথে পর্যটন নগরী কক্সবাজার,বান্দরবানের সড়ক যোগাযোগ বিছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, দোহাজারী পৌরসভা, সাতবাড়ীয়া,হাশিমপুর, বৈলতলী,বরকলসহ বিভিন্ন এলাকার নিন্মঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে মানুষ দূর্বিসহ জীবন যাপন করছেন। নিন্মাঞ্চলের পানিবন্দিদের সাথে যোগাযোগ করে জানা গেছে, তারা বলেন, একদিকে দেশে কঠোর লকডাউন অন্যদিকে বন্যার পানি ফলে খেয়ে না খেয়ে জীবন যাপন করতে হচ্ছে মানুষগুলো। দোহাজারী কৃষক আকতার বলেন, ঋণ নিয়ে শঙ্খ চরে ৪খানি মুলা ও বটবটি করেছেন খরচ হয়েছে ৮০/৯০ হাজার টাকা কিন্তু শঙ্খের পানির কারণে তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এভাবে শত শত কৃষক ঋণের বোঝা নিয়ে কিভাবে করোনাকালীন সময়ে পরিবার পরিজন নিয়ে দিনাপাতিত করবে এ নিয়ে তারা দূচিন্তায় রয়েছে। তাই কৃষক,মৎস্যচাষীসহ গরীব অসহায় মানুষগুলো সরকারীভাবে সাহায্য সহযোগীতা কামনা করেছেন।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com