1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন

নলুয়া ইউনিয়নকে উন্নয়ননের রোল মডেলে পরিণত করতে নৌকার বৈঠা হাতে নিতে চান মোঃ লেয়াকত আলী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ২৮৮ Time View

ডেস্ক ঃ সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নকে একটি আধুনিক,নান্দনিক ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে নৌকার বৈঠা হাতে নিতে চান চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক,সাতকানিয়া বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম আহবায়ক, মরহুম জেবল হোসেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,মরফলা আর.এমএন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি ও আজীবন দাতা সদস্য বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী এবং বিশিষ্ট ব্যবসায়ী দানবীর মোঃ লেয়াকত আলী।

জানা যায়, মোঃ লেয়াকত আলী একজন নিলোর্ভ,নিস্বার্থবান ও ন্যায়নিষ্টবান হিসেবে দলের নেতাকর্মীসহ নলুয়ার জনগনের হৃদয়ের স্পন্দন হিসেবে পরিচিতি লাভ করেছেন। দলীয় যে কোন আচার-অনুষ্ঠানে আর্থিক সহযোগীতার পাশাপাশি স্বতঃপূত অংশগ্রহনসহ দলীয় নেতাকর্মীদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে তার জনপ্রিয়তা এখন তুঙ্গে রয়েছে। তাছাড়াও নলুয়া ইউনিয়নের মানুষকে ভালবাসার জন্য তার পিতা মরহুম জেবল হোসেন ফাউন্ডেশন তৈরী করে বেশ কয়েক বছর ধরে জনপ্রতিনিধি না হয়েও নলুয়া ইউনিয়নের নিজ অর্থায়নে সড়ক নিমার্ণ,নালা, কবরস্থানের রিটানিং ওয়াল, পুকুরের জলঘাট, নলকুপ, মসজিদের উঠান ভরাট, আরসিসি ঢালাই, অযুখানা নিমাণ, মসজিদ,মন্দিরে আর্থিক সহযোগীতা,দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ, ঈদ উপহার, ইফতার সামগ্রী বিতরণ,অসহায় বিবাহযোগ্য কন্যার বিয়েতে সহযোগীতা,গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান ছাড়াও করোনাকালীন সময়ে ১০ হাজার কর্মহীন,হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ ও নগদ অথ প্রদানসহ ইউনিয়নবাসীর মনের মনিকোঠায় স্থান করে নিয়েছেন তিনি। নলুয়াবাসী ছাড়াও কোন হত দরিদ্র,দুস্থ অসহায় মানুষ তার দুয়ারে গেলে কখনো খালি হাতে ফেরত দেন না বলে তাকে গরিবের বন্ধু হিসেবে অনেকেই উপাধি দিয়েছেন।

নলুয়া ইউনিয়নবাসীরা আরো জানান, এ রকম নিস্বার্থবান জননেতা চেয়ারম্যান হিসেবে পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। তাই তারা যে কোন মূল্যে তাকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান এবং তাদের অনুরোধ মোঃ লেয়াকত আলীর মত জনদরদীকে মূল্যায়ন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নীতি নির্ধাকগণ নৌকার টিকেটটি তার হাতে তুলে দিলে জাতীর জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনিমার্ণে ও প্রধানমন্ত্রীর “গ্রাম হবে শহর” বাস্তবায়নে এবং উন্নয়নশীল দেশ গঠনে সেই বিশেষ অবদান রাখবেন বলে মনে করছেন তারা। নৌকা প্রতীকটি ফেলে জননন্দিত নলুয়ার জনপ্রিয় ব্যক্তি হিসেবে মোঃ লেয়াকত আলী শতভাগ বিজয় বলেন জানান। ইন্নশাআল্লাহ।


তরুন আওয়ামীলীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ লেয়াকত আলী বলেন, জনগণই আমার শক্তি, জনগণই আমার আমার ভরসা। তাই তাদের ভালবাসা ও দোয়া নিয়ে চেয়ারম্যান প্রার্থী হতে সিন্ধান্ত নিয়েছি। আমার ইচ্ছে, নলুয়া ইউনিয়নকে সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং মাদক ও নারী নির্যাতনমুক্ত এবং বেকারমুক্ত ইউনিয়ন ঘোষণাসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মাঝে শেখ হাসিনার সম্প্রতির বন্ধন অটুট রাখা এবং অত্র অবহেলিত ইউনিয়নকে প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বন্টনের মাধ্যমে একটি আধুনিক উন্নতশীল ইউনিয়ন গঠনে দলমত নির্বিশেষে সকলের মুখে হাসি ফোঁটানো লক্ষ্যে সচ্ছতা ও জবাবদিহিতা মূলক ইউনিয়ন পরিষদ গঠন করতে চাই। এমনকি,কলেজ, স্কুল, মাদ্রাসার মানোন্নয়ন ,সুষ্ঠ বিচারকার্য সম্পাদন, চিকিৎসা সেবা নিশ্চয়তা, সড়ক ব্রিজ মেরামত, খেলাধুলার পুরানো পরিবেশ রক্ষা, সরকারের কর্তৃক যেকোনো ত্রাণ সামগ্রী, উপহার, বিভিন্ন ধরনের ভাতা যথাযথ বন্ঠন সহ একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করতে বদ্ধপরিকর। আশা করছি, দলীয় কার্যক্রমে অংশগ্রহন,স্পসরসহ নানা ভাবে সহযোগীতা করায় দলের ত্যাগী নেতা হিসেবে একদিনের জন্যও দল থেকে বিচ্ছুত হয়নি এবং কখনো সুযোগ সুবিধা গ্রহণ করেনি। নির্বাচনে দলের জন্য জিবনবাজী রেখে নির্বাচনী কার্যক্রম শেষ পর্যন্ত সম্পাদন করায় মাননীয় প্রধানমন্ত্রীসহ দলীয় হাই কমান্ড ও নীতিনির্ধাকগন অত্র ইউনিয়ন থেকে আমাকে বেঁচে নিবে বলে বিশ্বাস করি। আমিও নলুয়া ইউনিয়নবাসীকে ভালবেসে সবসময় তাদের পাশে থাকায় বিপুল ভোটে জয়যুক্ত হয়ে শেখ হাসিনার উন্নতশীল বাংলাদেশ গঠনে সহযাত্রী হিসেবে অংশিদার হতে পারব।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com